• গুণমান পরীক্ষায় ফেল! এবার নিষিদ্ধ ফার্মা ইমপেক্সের স্যালাইনও, উদ্বিগ্ন স্বাস্থ্যদপ্তর
    প্রতিদিন | ৩০ জানুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্যালাইন কাণ্ডের পরই  ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল’-এর পরিবর্তে ফার্মা ইমপেক্সের স্যালাইন ব্যবহারের নির্দেশ দিয়েছিল রাজ্য। সেই মতোই বারুইপুরের কারখানায় শুরু হয়েছিল উৎপাদন। কিন্তু গুণমান পরীক্ষায় ফেল করল ফার্মা ইমপেক্স। যার জেরে এই স্য়ালাইনকে নিষিদ্ধ ঘোষণা করা হল। এই ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্যদপ্তর। কারণ, যে কোনও রোগীর ক্ষেত্রেই প্রাথমিকভাবে প্রয়োজন স্যালাইনের। পরপর দুটি কোম্পানির স্যালাইন নিষিদ্ধ হওয়ায় পরিষেবা নিয়ে চিন্তায় স্বাস্থ্যদপ্তর। 

    মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুতে অভিযোগ উঠেছিল যে, স্যালাইনের সমস্যার কারণেই এই ঘটনা। সেই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশও দেয় রাজ্য। সেই সময়ই ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল’-এর স্যালাইন নিষিদ্ধ করে দেওয়া হয়। বিকল্প হিসেবে বারুইপুরের বেসরকারি সংস্থা ফার্মা ইমপেক্সের স্যালাইন রাজ্যের সমস্ত হাসপাতালে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। বর্তমানে সেই মতোই চলছিল স্যালাইন ব্যবহার। এরই মাঝে কেন্দ্র ও রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা হানা দেন স্যালাইন উৎপাদন কারখানায়। গুণমান পরীক্ষা করার পর তাঁরা জানান, ফার্মা ইমপেক্সের স্যালাইনেও সমস্যা রয়েছে। ফলে এই সংস্থাকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে। 

    এরপরই তড়িঘড়ি স্বাস্থ্যদপ্তরের জরুরি মিটিংয়ের আয়োজন করা হয়েছে। হাসপাতালগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে,  ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল’ ও ফার্মা ইমপেক্স ছাড়া কোন সংস্থার কটি স্যালাইন রয়েছে। যে কোনও রোগী হাসপাতালে ভর্তি করলে প্রাথমিক চাহিদাই থাকে স্যালাইন। সেখানে একের পর এক সংস্থার স্যালাইন নিষিদ্ধ ঘোষণা হওয়ায় সংকটের আশঙ্কায় স্বাস্থ্যদপ্তর। 
  • Link to this news (প্রতিদিন)