• রেজিস্ট্রারই অবৈধ, কী হবে ডাক্তারদের রেজিস্ট্রেশনের? প্রশ্ন মানস গুমটার
    হিন্দুস্তান টাইমস | ৩০ জানুয়ারি ২০২৫
  • আদালতের রায়ে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীর অপসারণকে বড় জয় বলে উল্লেখ করলেন প্রতিবাদী চিকিৎসক মানস গুমটা। সঙ্গে এদিন তিনি প্রশ্ন তোলেন, গত ৫ বছর ধরে অবৈধভাবে পদ আঁকড়ে থেকে মানস চক্রবর্তী যে চিকিৎসকদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে সই করেছেন তাদের কী হবে? এমনকী প্রতিবাদী চিকিৎসকদের বিরুদ্ধে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে পুলিশে দায়ের অভিযোগগুলির বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

    এদিন মানসবাবু বলেন, এটা আমাদের বড় জয়। আমরা দীর্ঘদিন ধরে মানস চক্রবর্তীর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আসছিলাম। আজ আদালতে স্পষ্ট হল যে আমাদের বক্তব্যই সঠিক। কিন্তু প্রশ্ন হল গত ৫ বছর ধরে অবৈধভাবে পদ আঁকড়ে থেকে তিনি যে হাজার হাজার চিকিৎসকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে সই করেছেন তাদের কী হবে? এর দায় রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে নিতেই হবে। কারণ, গত নভেম্বরে স্বাস্থ্যসচিব তাঁকে চিঠি দিয়ে জানিয়েছিলেন মানস চক্রবর্তী অবৈধভাবে পদ আঁকড়ে রয়েছেন। তার পরেও তিনি মানস চক্রবর্তীকে পদ থেকে অপসারণ করেননি। চেয়ারম্যানের মদতেই উনি দিনের পর দিন ওই পদে অবৈধভাবে ছিলেন। 

    মানসবাবু আরও বলেন, আদালত মানস চক্রবর্তীর রেজিস্ট্রার পদে থাকাকে অবৈধ ঘোষণার পর রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈধতা নিয়েও প্রশ্ন উঠে গেল। কারণ ২০২২ সালে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন মানসবাবু। ফলে আমরা নতুন করে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন করার দাবি জানাব। 

    তিনি আরও বলেন, গত কয়েক সপ্তাহে প্রতিবাদী চিকিৎসকদের বিরুদ্ধে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে পুলিশে যে অভিযোগ করা হয়েছিল তার বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সেখানে আমাকে বিপজ্জনক মানুষ বলে উল্লেখ করা হয়েছে। এতে আমার মানহানি হয়েছে। আমি মানস চক্রবর্তীর বিরুদ্ধে মানহানির মামলা করার ব্যাপারে আইনজ্ঞের পরামর্শ নিচ্ছি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)