• মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে পত্রপাঠ সরে যেতে বলল হাইকোর্ট
    হিন্দুস্তান টাইমস | ৩০ জানুয়ারি ২০২৫
  • যে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের অভিযোগকে হাতিয়ার করে আসফাকুল্লাহ নাইয়া, কিঞ্জল নন্দের মতো চিকিৎসককে হয়রানি করার অভিযোগ উঠেছিল মমতা সরকারের পুলিশের বিরুদ্ধে এবার তারই রেজিস্ট্রারকে অবৈধ ঘোষণা করে পত্রপাঠ পদত্যাগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে পদত্যাগ করতে হবে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে। নইলে আদালত অপসারণ করবে তাঁকে। রেজিস্ট্রারকেই আদালত অবৈধ ঘোষণা করার পর প্রতিবাদী চিকিৎসকদের বিরুদ্ধে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের অভিযোগে বৈধতা নিয়েই প্রশ্ন উঠে গেল বলে মনে করা হচ্ছে।

    রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারের বৈধতা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন চিকিৎসকদের একাংশ। ২০১৯ সালে অবসর নিলেও তিনি অবৈধভাবে পদ আঁকড়ে রয়েছেন বলে দাবি ছিল তাঁদের। সেই অভিযোগেই শিলমোহর দিয়ে হাইকোর্ট জানিয়েছে, ওই পদে থাকার কোনও অধিকার নেই মানসবাবুর। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের আইনে কোথাও এক্সটেনশন নিয়ে এভাবে অনাদি কাল পদে থাকার ব্যবস্থা নেই। তাঁকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। নইলে তাঁকে সরিয়ে দেবে আদালত। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারের নিয়োগপ্রক্রিয়া চলছে বলে সময় কেনার চেষ্টা করেছিল রাজ্য। কিন্তু তাও এদিন ধোপে টেঁকেনি।

    ২০১৯ সালে অবসর নেওয়ার কথা ছিল মানসবাবুর। কিন্তু তিনি পদত্যাগ করেননি। এক্সটেনশন নিয়ে পদ আঁকড়ে পড়েছিলেন তিনি। ২০২২ সালে মেডিক্যাল কাউন্সিলের যে নির্বাচন হয় তার রিটার্নিং অফিসার ছিলেন তিনি। সেই নির্বাচনও অবৈধ বলে দাবি করেছেন প্রতিবাদী চিকিৎসকরা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে প্রতিবাদী চিকিৎসকদের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলের কথা অভিযোগের বৈধতা নিয়ে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)