• আরজি করকাণ্ডে এবার আদালতের শো কজের মুখে CBIএর তদন্তকারী আধিকারিক
    হিন্দুস্তান টাইমস | ৩০ জানুয়ারি ২০২৫
  • আরজি কর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে আগেই উঠেছিল প্রশ্ন। সিবিআইয়ের ভূমিকা নিয়ে সরব হয়েছেন নির্যাতিতার বাবা - মা। এমনকী শিয়ালদা আদালতের রায়েও একাধিক জায়গায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে রয়েছে প্রশ্ন। সেই সিবিআইয়েরই তদন্তকারী আধিকারিককে এবার শো কজ করল আদালত। ক্ষুব্ধ বিচারক জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে শো কজের জবাব দিতে হবে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে। নইলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে তাঁকে।

    বৃহস্পতিবার আলিপুর আদালতের বিশেষ সিবিআই আদালতে আরজি কর মেডিক্যালে দুর্নীতি মামলার শুনানি চলছিল। তখনই অভিযুক্তদের আইনজীবী বিচারককে জানান, সন্দীপ ঘোষ, আশিস পাণ্ডেসহ ৫ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশের জন্য রাজ্য সরকারের কাছে সিবিআই যে অনুমতি দিয়েছিল তা মঞ্জুর হয়েছে। মঙ্গলবার মিলেছে মঞ্জুরি। একথা শুনে অত্যন্ত ক্ষুব্ধ হন বিশেষ সিবিআই আদালতের বিচারক সুজিত কুমার ঝা। তিনি বলেন, কেন ৩ দিন ধরে নিম্ন আদালতকে এব্যাপারে জানানো হয়নি, অথচ হাইকোর্টকে জানিয়ে দেওয়া হয়েছে? কী করতে চাইছে সিবিআই? জবাবে সিবিআইয়ের আইও মণীষ উপাধ্যায় বলেন, আমরা বিষয়টি স্ক্রুটিনি করে দেখছি। এতে আরও ক্ষুব্ধ হন বিচারক। তিনি বলেন, কেন নিম্ন আদালতকে এব্যাপারে জানানো হয়নি তা লিখিত আকারে ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে সিবিআইকে।

    আরজি করে তরুণী চিকিৎসকের হত্যার মামলা ও দুর্নীতির মামলার তদন্ত করছে সিবিআই। বৃহস্পতিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সিবিআইয়ের কয়েকজন আধিকারিকের ভূমিকা নিয়ে খটকা লাগছে। বিষয়টি উপযুক্ত জায়গায় জানাব।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)