ট্যাংরায় হেলে পড়া বহুতল ভাঙতে গিয়ে বাধার মুখে পড়ল পুলিশ ও পুরসভা। ভেতর থেকে তালা বন্ধ করে দেন কয়েকজন। তাঁদের দাবি জীবনের সর্বস্ব দিয়ে আমরা এখানে ফ্ল্যাট নিয়েছি। এবার যাব কোথায়? মাথার উপর ছাদ চলে গেলে আমাদের কী হবে?
দেখা যায় বহুতলের উপর থেকে চিৎকার করছেন কয়েকজন। তাঁদের দাবি, বহুতল যখন তৈরি হল তখন তো কেউ বললেন না এটা অবৈধ। আর এখন হেলে যাওয়ার পরে তাদের মনে হচ্ছে ভাঙতে হবে। এটা কীভাবে সম্ভব?
বাসিন্দারা বলেন, আমরা যাবটা কোথায়? মাথার ছাদটা তুলে নিলে আমরা যাব কোথায়?
ট্যাংরায় হেলে পড়া বহুতল ফ্ল্যাটবাড়ি ভাঙতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ, প্রশাসন, পুরসভার লোক। পুলিশ নানাভাবে তাঁদের বোঝানোর চেষ্টা করে। কিন্তু তারা শুনতে চাননি। স্বাভাবিকভাবেই তাঁদের প্রশ্ন মাথা গোঁজার ঠাঁই চলে গেলে যাব কোথায়? অনেকেই বুঝতে পারছেন না পরের পরিস্থিতি কী হবে।
এদিকে ট্যাংরায় নির্মীয়মাণ বহুতল হেলে পড়েছে। সেই বহুতল ভাঙার কাজ করতে চায় পুরসভা। কিন্তু এনিয়ে আপত্তি কয়েকজনের। তাদের দাবি পুনর্বাসন না দিয়ে তাদের এই আবাসন ভেঙে দিয়ে তাঁরা যাবেন কোথায়?
ট্যাংরার ক্রিস্টোফার রোডে একটি নির্মীয়মান বহুতল পাশের বিল্ডিংয়ের দিকে হেলে পড়ে। এরপর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, ট্যাংরায় হেলে পড়া নির্মীয়মাণ বহুতলটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা ভেঙে ফেলার পরামর্শ দিয়েছেন। পুরসভা ওই বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে। জানিয়েছিলেন ফিরহাদ হাকিম।
মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, হেলে পড়া বিল্ডিংটি ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছে। প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে টেকনিকাল ফল্টের কারণে হয়েছে।
এরপর সেই বাড়ি ভাঙার তোড়জোড় শুরু হয়। কিন্তু শুরুতেই বিপত্তি।
এক মহিলা বলেন, ২২ লাখ টাকা দিয়ে ফ্ল্য়াট বুক করেছি।এখন কোথায় যাব। এভাবে আমাদের সরিয়ে দিলে আমরা কোথায় যাব।
এদিকে নির্মীয়মাণ বহুতলের পাশে যে বহুতল রয়েছে সেখানকার বাসিন্দাদের মধ্য়েও ক্ষোভ দানা বাঁধছে। তাঁরাও কার্যত বিভ্রান্তির মধ্য়ে পড়ে গিয়েছেন। এদিকে সূত্রের খবর নির্মীয়মাণ বহুতলটি হেলে পড়ার জন্য়ই পাশের বহুতলটি কিছুটা হেলে পড়েছে। এদিকে নির্মীয়মাণ বহুতল ভাঙা হলে তাদের বহুতলের কী হবে সেটাও বোঝা যাচ্ছে না।
হেলে পড়া নির্মীয়মাণ ফ্ল্যাট বাড়ির ভেতরে রয়েছে একাধিক পরিবার। তবে সেখানে এখনও কাজ শেষ হয়নি। কিন্তু সেটাই বুক করেছিলেন অনেকে। তাঁদের প্রশ্ন এবার কী হবে? এই বহুতল ভেঙে দেওয়া হলে আমরা কোথায় যাব?