একদিকে বইমেলা চলছে। রবিবার সরস্বতী পুজো রয়েছে। তার মাঝেই শিয়ালদহ দক্ষিণ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা। আগামী শনিবার থেকে (১ ফেব্রুয়ারি রাত) সোমবার (৩ ফেব্রুয়ারি ভোর) পর্যন্ত একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। বালিগঞ্জ এবং কাঁকুড়গাছি স্টেশনে ইন্টারলকিংয়ের কাজের জন্য ট্রেন বাতিল করতে হচ্ছে। যাত্রীদের ভিড়ের চাপ সামলাতে শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট, বজবজ শাখায় কিছু অতিরিক্ত ট্রেন চালানো হবে।
কতগুলি ট্রেন বাতিল?
এই দু’দিন মোট ১০৮টি ট্রেন বাতিল করা হচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারি ৫৯টি ট্রেন বাতিল থাকছে। পরের দিন রবিবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি মোট ৪৯টি ট্রেন বাতিল থাকবে। তবে শিয়ালদহ থেকে নৈহাটি, বারাসত, হাসনাবাদ, বনগাঁ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। চক্ররেল পরিষেবাও স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে রেল।
কোন লাইনে চলবে অতিরিক্ত ট্রেন?
শনি ও রবিবার দমদম স্টেশন থেকে দমদম-বারাসত স্পেশাল, শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭টায় শিয়ালদহ-রানাঘাট স্পেশাল, দুপুর ৩.০৫ নাগাদ শিয়ালদহ-নৈহাটি স্পেশাল, বজবজ স্টেশন থেকে বিকেল সাড়ে পাঁচটায় বজবজ-নিউ আলিপুর স্পেশাল, শিয়ালদহ থেকে বিকেল ৫.৪৩ নাগাদ শিয়ালদহ-বারুইপুর স্পেশাল ট্রেন চলবে।
তথ্য সহায়তা: কুবলয় বন্দ্যোপাধ্যায়