রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে পদত্যাগের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নির্দেশ দিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে পদ ছাড়তে হবে। ৩১ জানুয়ারি, শুক্রবার বিকেল ৫টার মধ্যে তিনি পদত্যাগ না করলে তাঁকে অপসারণ করা হবে।
অবসরের পর পাঁচ বছর পেরিয়ে গেলেও তিনি পদে রয়ে গিয়েছেন বলে অভিযোগ ছিল। ২০১৯ সালের ১ নভেম্বর পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদে মানস চক্রবর্তীর মেয়াদ শেষ হয়। যদিও বেঙ্গল মেডিক্যাল অ্যাক্ট অনুযায়ী, চাকরির সময়সীমা উত্তীর্ণ হয়ে যাওয়ার পর ওই পদে থাকতে গেলে রাজ্য সরকারের নির্দিষ্ট অনুমোদন প্রয়োজন হয়।
মেডিক্যাল কাউন্সিলে মানস চক্রবর্তীর দায়িত্বকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ ছিল, তিনি মেয়াদ শেষের পরেও রেজিস্ট্রার পদে রয়েছেন, তবে সরকারের প্রয়োজনীয় অনুমতি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি মেডিক্যাল কাউন্সিলের পরীক্ষা রয়েছে। তার আগে রেজিস্ট্রার পদে কী ভাবে মানস রয়েছেন, সেই প্রশ্ন তোলা হয়। এর পরেই হাইকোর্ট জানিয়ে দেয়, আগামীকাল বিকেল ৫টার মধ্যে পদত্যাগ না করলে তাঁকে অপসারণ করা হবে ও তাঁর সমস্ত বেনেফিট ফ্রিজ় করা হবে।