• কলকাতা-সহ ৬ মহানগরে নিষিদ্ধ হাতে করে ময়লা তোলা, ম্যানহোল পরিষ্কার
    এই সময় | ৩০ জানুয়ারি ২০২৫
  • মানুষের হয়ে কঠিন কঠিন বৌদ্ধিক কাজ করে দিচ্ছে এআই। চিকিৎসকের পরিবর্তে কঠিনতম অস্ত্রোপচার করছে এখন রোবট। অথচ, এই ২০২৫ সালেও শহরের রাস্তা থেকে ময়লা পরিষ্কার করছে মানুষ। ম্যানহোলে নেমে আবর্জনা তুলছে মানুষ। নর্দমা পরিষ্কার করছে মানুষ। আজ পর্যন্ত এর কোনও পরিবর্তন নেই। এই বিসদৃশ দৃশ্য আর দেখা যাবে না শহর কলকাতায়। বুধবার (২৯ জানুয়ারি), হাতে করে ময়লা ফেলা এবং হাত দিয়ে নর্দমা পরিষ্কারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট।

    শুধু কলকাতাই নয়, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদের ক্ষেত্রেও বলবৎ এই নিষেধাজ্ঞা। ভারতের এই ছয় প্রধান মহানগরীর প্রধান কার্যনির্বাহী কর্তাদের, ১৩ ফেব্রুয়ারির মধ্যে আদালতে একটি হলফনামা জমা দিতে বলেছে বিচারপতি সুধাংশু ধুলিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ। তাতে জানাতে হবে কী ভাবে এবং কখন হাতে করে ময়লা ফেলা বন্ধ করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৯ ফেব্রুয়ারি।

    ২০২৩ সালের ডিসেম্বরেই কেন্দ্রকে হাতে করে ময়লা ফেলা এবং হাত দিয়ে নর্দমা পরিষ্কার বন্ধ করার প্রচেষ্টার বিষয়ে রাজ্যগুলির মতামত সংগ্রহ করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সম্প্রতি আদালতে এক হলফনামা জমা দিয়েছিল কেন্দ্র। তাতে বলা হয়েছিল, ভারতের ৭৭৫টি জেলার মধ্যে ৪৫৬টিতেই হাতে করে ময়লা ফেলা বা হাত দিয়ে নর্দমা পরিষ্কার করা হয় না।তবে আদালত জানিয়েছিল, নির্দেশ মেনে মহানগরগুলিতে এই ব্যবস্থা সম্পূর্ণরূপে নির্মূল হয়েছে কি না সেই বিষয়ে স্পষ্টতার অভাব আছে।
  • Link to this news (এই সময়)