পরীক্ষা কি শুধু সন্তানের, মা-বাবারও তো, স্ট্রেস কমাতে উভয়েরই কাউন্সেলিং করাচ্ছে বোর্ড
এই সময় | ৩০ জানুয়ারি ২০২৫
পড়ুয়া ও অভিভাবকদের জন্য সাইকো-সোশ্যাল কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করল দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই (CBSE)। ২০২৫ শিক্ষাবর্ষের এই কাউন্সেলিং ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে, চলবে ৪ এপ্রিল পর্যন্ত। পড়ুয়া ও অভিভাবকদের পরীক্ষা সংক্রান্ত স্ট্রেস কাটাতে এ ধরনের কাউন্সেলিং সেশন করে থাকে সিবিএসই। বোর্ড পরীক্ষাকে সামনে রেখে বছরে এক বার এই কাউন্সেলিং হয়।
সিবিএসই এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের যে চাপ, তা লাঘব করতেই এই বিশেষ সেশন। সাইকো-সোশ্যাল কাউন্সেলিংয়ের অংশ হিসাবে থাকবে ২৪X৭ ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম বা আইভিআরএস, টেলি কলিং সার্ভিস ও পডকাস্ট বা অডিও-ভিজুয়াল কনটেন্ট।
আইভিআরএস সার্ভিসে একটি টোল ফ্রি নম্বর থাকছে। স্ট্রেসমুক্ত পরীক্ষার প্রস্তুতি, সময় ও স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে নানা টিপস দেওয়া হবে। হিন্দি ও ইংরাজিতে মিলবে এই পরিষেবা।
টেলি কাউন্সেলিং সার্ভিসে থাকবেন ৬৬ জন প্রশিক্ষিত মেন্টর। প্রিন্সিপাল, কাউন্সেলর, স্পেশাল এডুকেটর, সাইকোলজিস্ট থাকবেন মেন্টর তালিকায়। সোম থেকে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কাউন্সেলিং করবেন তাঁরা।
পরীক্ষার আগে স্নায়ুর চাপ শুধু পড়ুয়াদেরই নয়, অভিভাবকদের মধ্যেও দেখা যায়। শিক্ষাবিদদের মতে, স্ট্রেস কাটাতে এই ধরনের কাউন্সেলিং সত্যিই কার্যকর। কারণ পড়ুয়াদের ভালো ফল করতে হবে, সেই স্ট্রেস থাকে। একই ভাবে, অভিভাবকদেরও প্রত্যাশা থাকে, তাঁর সন্তান সেরা রেজাল্ট করবে। সেই প্রত্যাশা কখনও কখনও আকাঙ্খার চেহারা নেয়। তাতেই বাড়ে মানসিক চাপ। আবার মা, বাবার প্রত্যাশা পূরণ করতে পারা যাচ্ছে না, এই ভাবনা থেকে অনেক পড়ুয়ার মধ্যেও হতাশা বাসা বাঁধে। অনেকে ভুল পদক্ষেপও করে। এখানে কাউন্সেলিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত শিক্ষাবিদদের।