ফের মালদায় শুটআউট। বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াচকে অসীম মণ্ডল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝেই গুলি চালনার ঘটনা ঘটেছে। চাঞ্চল্য ছড়িয়েছে পড়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াচকের আকন্দবেরিয়া এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এদের মধ্যে একটি গোষ্ঠী বিভিন্ন দুষ্কৃতীমূলক কর্মকাণ্ড, পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। আরেকটি গোষ্ঠী মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। কোনও বিষয় নিয়ে ওই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাধে। এর মধ্যেই অপরাজিত সরকার ওরফে কালু নামে এক যুবক গুলি চালায় বলে অভিযোগ। বিকাশ মণ্ডল নামে আরও এক ব্যক্তি আহত বলে খবর। বর্তমানে দু’জনকেই মালদার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ইতিমধ্যে অপরাজিত সরকার, রকি সিং এবং চিরঞ্জিত মণ্ডল নামে তিন অভিযুক্তকে আটক করেছে। তিন জনের বিরুদ্ধেই আগ্নেয়াস্ত্র আইনে পুরোনো মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আহত যুবকের এক আত্মীয় বলেন, ‘রামনগর পঞ্চায়েত এলাকায় অসীমের উপর ছয়-সাতজনের একটি গ্যাং আক্রমণ করে। গুলি চালিয়ে দেয়। তবে কেন এমন করল বলতে পারব না। পুলিশ তদন্ত করে দেখেছে।’