শহরে এক তরুণীর উপরে হামলা। বৃহস্পতিবার রাতে মেট্রোপলিটন এলাকায় ২৪ বছরের এক তরুণীকে মারধর, ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার অভিযোগ। ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নারকেলডাঙার বাসিন্দা ওই তরুণী গাড়িতে করে ফিরছিলেন। কয়েকজন যুবক গাড়িটিকে অনুসরণ করছিলেন বলে অভিযোগ। মেট্রোপলিটন এলাকায় ওই তরুণীকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। গলার নলি কেটে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। ওই তরুণী বর্তমানে এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন।
মহম্মদ আসলাম, ওয়াসিম আক্রম ও শাহজাদি ফারুক নামে তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে প্রগতি ময়দান থানার পুলিশ। ব্যক্তিগত কোনও শত্রুতা না কি এই হামলার পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
তথ্য সহায়তা: শ্যামগোপাল রায়