• একই গ্রামের তিন ছাত্রী রহস্যজনক ভাবে নিখোঁজ, চাঞ্চল্য ময়নাগুড়িতে
    এই সময় | ৩১ জানুয়ারি ২০২৫
  • বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ জলপাইগুড়ি জেলার তিন ছাত্রী। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। বিডিও অফিসে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল ওই তিন ছাত্রী বলে দাবি পরিবারের সদস্যদের। একই গ্রামের তিন ছাত্রী একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

    জানা গিয়েছে, বুধবার দুপুর নাগাদ ওই তিন ছাত্রী বাড়ি থেকে বের হয়েছিল। সন্ধ্যার পরেও বাড়িতে ফিরে না আসায় চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ময়নাগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি করে তিনটি পরিবার। ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরেও খোঁজ নেন তিন ছাত্রীর পরিবারের সদস্যরা।  বিডিও অফিস চত্বরের সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখেও কারও সন্ধান মেলেনি। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় জানান,  একসঙ্গে গ্রামের তিন ছাত্রীর নিখোঁজ হওয়ার এই ঘটনা সত্যি চাঞ্চল্যকর। পুলিশ প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। 

    পরিবার সূত্রে খবর,  নিখোঁজ তিন ছাত্রীর মধ্যে দু’জন দ্বাদশ শ্রেণি এবং একজন দশম শ্রেণীর ছাত্রী। দীর্ঘদিন ধরেই তারা একই স্কুলে পড়াশোনা করছে। তিন জনের মধ্যে বন্ধুত্বও বেশ নিবিড় ছিল। নিখোঁজদের কারও বাবা কৃষিকাজের সঙ্গে যুক্ত, কেউ ভিন্‌রাজ্যে কাজ করছেন, আবার কেউ ব্যবসার কাজ করছেন। আর্থিক দুরবস্থাও রয়েছে একজনের পরিবারে। 

    নিখোঁজ হওয়া এক ছাত্রীর পরিবারের এক সদস্য জানান, সম্প্রতি সোশাল মিডিয়া কিংবা অনলাইন গেমের প্রতি আসক্ত হয়ে অনেক ছেলেমেয়েরাই বিপথে যাচ্ছে। সমাজমাধ্যমে কারও সঙ্গে বন্ধুত্ব করে তিনজনে কোথাও গিয়েছে কি না সে ব্যাপারেও সন্দেহ রয়েছে পরিবারের। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, ‘নিখোঁজ তিন ছাত্রীর পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

  • Link to this news (এই সময়)