• নজরে সীমান্ত, অনুষ্ঠিত হল ভারত-ভুটান সমন্বয় বৈঠক
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৫
  • অতীশ সেন: ভারত ও ভুটানের সীমান্তের দুই ধারের বাসিন্দাদের নানান সমস্যা মেটাতে এবং দুই দেশের প্রশাসনের মধ্যে সমন্বয় বজায় রাখতে কো-অর্ডিনেশন বৈঠক আয়োজিত হল। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার চালসার একটি বেসরকারি হোটেলে ভুটানের শীর্ষ আধিকারিকদের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন ও জলপাইগুড়ি ডিভিশনের আধিকারিকদের দুই দিনব্যাপী এই বৈঠকটি আয়োজিত হয়।

    জানা গিয়েছে, ভুটান থেকে ডুয়ার্স অভিমুখে বয়ে চলা নদীগুলিতে ডলোমাইটের কারণে তৈরি হওয়া সমস্যা-সহ বন্যা নিয়ন্ত্রণ, বনসৃজন, দুই দেশের মধ্যে তৈরি হতে চলা রেল-পথ, সীমান্ত নিরাপত্তার বিষয় এ দিনের বৈঠকের আলোচ্চ ইস্যু ছিল। শুক্রবার অন্যান্য বিভিন্ন বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হবে। 

    'র‍্যয়েল গভর্মেন্ট অফ ভুটান' ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে আয়োজিত ২৬তম বর্ডার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেশনের এই বৈঠকে ভুটানের পক্ষ থেকে ডিরেক্টর জেনারেল দাসো পাসং দর্জি, ভুটানের নিরাপত্তা বিষয়ক আধিকারিক কর্মা দর্জি-সহ ২২ জন শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিভিশনের ডিভিশনাল কমিশনার অনুপ কুমার আগারওয়াল, আইজি উত্তরবঙ্গ রাজেশ কুমার যাদব, এসিসিএফ রাজেশ কুমার-সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং জেলার জেলাশাসক ও জেলা পুলিশ সুপার।
  • Link to this news (আজকাল)