• প্রশ্ন-উত্তর আলোচনা সঙ্গে নানা উদাহরণ-পুরস্কার, সচেতনতার অভিনব প্রয়াস চুঁচুড়ায় ...
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৫
  • মিল্টন সেন: পথ নিরাপত্তা সপ্তাহে সচেতনতার অভিনব উদ্যোগ চুঁচুড়া ট্রাফিক গার্ডের। যাদের হাতে পথ নিরাপত্তার বেশ অনেকটাই নির্ভর করে থাকে, শহরের সেই গাড়ি চালকদের পড়ানো হলো সচেতনতার পাঠ। সঙ্গে চলল ট্রাফিক আইন সংক্রান্ত কুইজ। শেখানো হল জি-পি-এস ম্যাপের সুবিধে।

    বৃস্পতিবার চুঁচুড়া ট্রাফিক গার্ডে 'ট্রাফিক সচেতনতা শিবির'-এর আয়োজন করা হয়। যোগ দিয়েছিলেন বাস, লরি, অ্যাম্বুলান্স থেকে পুলকার অটো-সহ শতাধিক গাড়ি চালক। উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর-সহ ট্রাফিক বিভাগের আধিকারিকেরা। আয়োজিত শিবিরে উপস্থিত গাড়ি চালকদের ট্রাফিক আইন এবং সুরক্ষিত গাড়ি চালানো সম্পর্কিত বিষয়ে বোঝান ট্রাফিক পুলিশের আধিকারিকেরা। 

    একইসঙ্গে ট্রাফিক আইন এবং জি-পি-এস ম্যাপের সুবিধে সম্পর্কেও সকলকে অবগত করা হয়। পাশাপাশি চলে ট্রাফিক আইন এবং সচেতনতা সম্পর্কিত কুইজ। উপস্থিত গাড়ি চালকেরা ট্রাফিক কর্তাদের প্রশ্নের উত্তর দিয়ে জিতে নেন পুরস্কার। প্রশ্ন, উত্তর, আলোচনা, সঙ্গে নানান উদাহরণ এবং পুরস্কার, এ দিনের সব কিছুর মধ্যেই ছিল পথ নিরাপত্তার অভিনব পাঠ।
  • Link to this news (আজকাল)