• কুম্ভে পূণ্যস্নানে গিয়ে নিখোঁজ জলপাইগুড়ির শিকারপুরের বাসিন্দা!
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কুম্ভমেলায় পূণ্যস্নানে গিয়ে নিখোঁজ জলপাইগুড়ি বেলাকোবা এলাকার  শিকারপুরের বাসিন্দা রেসমেইত মেহের (৫৫)। পরিবার সূত্রে খবর, স্বামী-স্ত্রী দু’জনেই কুম্ভমেলায় স্নান করতে গিয়েছিলেন। এলাকার বেশ কয়েকজনের সঙ্গে নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনে চেপে তাঁরা রওনা দিয়েছিলেন। জানা যাচ্ছে স্বামী শ্যাম মেহের তাঁর স্ত্রীকে অনেক খোজাখুঁজির পরও পাননি। অবশেষে আজ, বৃহস্পতিবার জলপাইগুড়ির ট্রেন ধরেন তিনি। নিখোঁজ ওই মহিলার ছেলে মনকেশর বলেন, আমি শিকারপুর চা বাগানের ফ্যাক্টরিতে কাজ করি। বাবা বাগানেরই প্রাক্তন কর্মী। এলাকার কয়েকজনের সঙ্গে বাবা ও মা কুম্ভ মেলায় পুণ্যস্নান করতে গিয়েছিল। ২৯ তারিখ সকালে স্নান করতে যাওয়ার সময় ভিড়ের মধ্যে কোনওভাবে হারিয়ে যায় মা। তারপর থেকে বাবা অনেক খোঁজাখুঁজি করেছেন। কিন্তু মায়ের কোনও সন্ধান মেলেনি। ওখানকার সমস্ত পুলিস ক্যাম্পেও খোঁজ করা হয়েছে। কিন্তু কেউই এখনও পর্যন্ত মায়ের কোনও হদিশ দিতে পারেননি। বিষয়টি আমরা এখানে বেলাকোবা ফাঁড়িতেও জানিয়েছি।


     
  • Link to this news (বর্তমান)