• শীতের শেষে ফের ঘুর্ণিঝড়? সরস্বতী পুজোর আগে আবহাওয়া নিয়ে বড় আপডেট!
    ২৪ ঘন্টা | ৩১ জানুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সমুদ্রপৃষ্ট থেকে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে ফেলেছে ইতিমধ্য়েই। বাংলাদেশ উপকূল লাগোয়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘুর্ণাবর্ত। ২ এবং ৩ ফেব্রুয়ারি বৃ্ষ্টির সম্ভাবনা রাজ্যের বেশ কয়েকটি জেলায়। সরস্বতী পুজোর দিনে ভিজতে পারে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

    বাংলায় থেকে শীত প্রায় বিদায়ের মুখে। দিনের বেলায় ঠান্ডা কমে গিয়েছে অনেকটাই। সন্ধ্যা নামলেই আবার কিছুটা কমছে তাপমাত্রা। গায়ে দিতে হচ্ছে গরমের পোশাক। সামনেই সরস্বতী পুজো। আবহাওয়া দফতর জানিয়েছেন, ঘুর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গে উত্তরে হাওয়ার গতিপথ এখন সম্পূর্ণ বন্ধ। ফলে রাতের তাপমাত্রা যেমন স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি, তেমনি পারদ চড়ছে দিনের বেলাও। 

    আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘুর্ণাবর্তটির নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো পরিস্থিতি এখনও পর্যন্ত নেই। বরং ঘুর্ণাবর্তটি শেষপর্যন্ত শক্তি হারাবে বলেই অনুমান। পরিস্থিতি উপর নজর রাখছে মৌসম ভবন।

  • Link to this news (২৪ ঘন্টা)