• খাস কলকাতায় গাড়ি দাঁড় করিয়ে তরুণীকে ধারালো অস্ত্রের কোপ!
    ২৪ ঘন্টা | ৩১ জানুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্পর্কের টানাপোড়েনের জের? রাতের শহরে এবার গাড়ি দাঁড় করিয়ে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ! গ্রেফতার নাবালক-সহ। হাড়হিমকাণ্ড ইএম বাইপাসে। 

    পুলিস সূত্রের খবর, ঘড়িতে তখন প্রায় সাড়ে ন'টা। ইএম বাইপাস দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন বছর চব্বিশের এক তরুণী। হঠাত্‍ বাইকে চেপে হাজির হয় ৩ জন। এরপর গাড়িটিকে দাঁড় করিয়ে ওই তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে তারা। আশঙ্কাজনক অবস্থায় তিনি এখন NRS হাসপাতালে ভর্তি।

    এদিকে ইএম বাইপাসে তখন টহল দিচ্ছিলেন প্রগতি ময়দান থানায় পুলিস। চিত্‍কার শুনে ঘটনাস্থলে যান তারা এবং তিনজনকে ধরে ফেলেন। ধৃতদের মধ্যে একজন নাবালক। এখনও পর্যন্ত যা খবর, গাড়িতে ওই তরুণীর সঙ্গে ছিলেন ওই নাবালকের বাবাও। পুলিসের জেরার মুখে ওই নাবালিকা দাবি করেছে, ওই তরুণীর সঙ্গে  বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তার বাবা। সেকারণেই এই হামলা।

  • Link to this news (২৪ ঘন্টা)