অয়ন ঘোষাল: ফের দুর্ভোগের মুখে পড়ার আশঙ্কা নিত্যযাত্রীদের। আগামীকাল তথা শুক্রবার মধ্যরাত (রেলের ক্যালেন্ডার অনুয়ায়ী ১ ফেব্রুয়ারি জিরো আওয়ার) থেকে ৩ ফেব্রুয়ারি (সোমবার) ভোর ৪ টে পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায়, শিয়ালদহ-বারুইপুর রুটে মোট ১০৮টি ট্রেন বাতিল থাকবে। জানা গিয়েছে, কাঁকুড়গাছি ও বালিগঞ্জে ইন্টারলকিং-এর কাজের জন্য ট্রেন বাতিল থাকবে। বিশেষত দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে ইন্টারলকিং ব্যবস্থা আধুনিকীকরণের জন্য এই পাওয়ার ব্লক। তার জেরেই এই সপ্তাহান্তে কঠিন সমস্যায় পড়তে চলেছেন বজবজ ও বারুইপুর শাখার যাত্রীরা।
শিয়ালদা-বারুইপুর রুটে ট্রেন বাতিল থাকলেও লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলে পূর্ব রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। পাওয়ার ব্লকের এই ৫২ ঘণ্টায় ১০৮টি ট্রেন বাতিল থাকছে। এর মধ্যে শনিবার ৫৯টি এবং রবিবার ৪৯টি ট্রেন বাতিল থাকবে। বারুইপুর এবং বজবজ ছাড়া শিয়ালদহ দক্ষিণের বাকি শাখায় পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
চক্ররেল পরিষেবাও স্বাভাবিক থাকবে। আগামী ৩ ফেব্রুয়ারি সোমবার ভোর ৪ টে থেকে পরিষেবা স্বাভাবিক হবে। শিয়ালদহ দক্ষিণ শাখায় দৈনিক কাজের দিন প্রায় ৩৩০ টির বেশি ট্রেন চলে। যার মধ্যে ১০৮ টি ট্রেন বাতিল হতে চলেছে। রেলের তরফে আরও জানানো হয়েছে, বজবজ থেকে নিউ আলিপুর লাইনে স্পেশাল ট্রেন চালিয়ে অতিরিক্ত ভিড় সামলানোর চেষ্টা হবে। সেক্ষেত্রে যে সমস্ত যাত্রী শিয়ালদহ থেকে ট্রেন ধরতে পারবেন না তাঁদের অন্য কোনও উপায়ে নিউ আলিপুর পর্যন্ত পৌঁছে বজবজের ট্রেন ধরতে হবে।