বাজেট অধিবেশনের শুরুতেই পরিষদীয় দলের বৈঠকের ডাক মমতার
প্রতিদিন | ৩১ জানুয়ারি ২০২৫
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বাজেট অধিবেশন বসছে ১০ ফেব্রুয়ারি। যার প্রথমদিনই বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতকালীন অধিবেশনেই এমন একটি বৈঠক থেকে দলের কর্তব্য ও নীতি নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী। দল ও বিধানসভা পরিচালনার ক্ষেত্রে কী কী নির্দেশিকা মেনে চলা অবশ্য কর্তব্য তা-ও নির্দিষ্ট করে দিয়েছিলেন। রীতিমতো কড়া মেজাজে সেদিন বৈঠকে দলকে বার্তা দিয়েছিলেন মমতা। এবার বাজেট অধিবেশনের শুরুতেই সেই বৈঠক ডাকলেন তিনি। অধিবেশন শুরু হচ্ছে দুপুর দুটোয়। তার আগেই এই বৈঠক সেরে নেবেন। থাকবেন দলের রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সিও।
ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। পরের বছর বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট করতে হবে। ফলে এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। থাকতে উল্লেখযোগ্য ঘোষণাও। সেই ঘোষণাকে সামনে রেখে আগামী এক বছরে দল ও সরকারের কী ভূমিকা হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। সঙ্গে অধিবেশনে দলীয় বিধায়কদের কেমন ভূমিকা থাকবে, কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে, পরিষদীয় দলের বৈঠকে তা নিয়ে আলোচনা করতে পারেন মমতা।
বৈঠকে দলের সব বিধায়ককে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আলোচনায় উঠে আসতে পারে বিধায়কদের আচরণের বিষয়টিও। সম্প্রতি অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ও মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শো কজ করা হয়েছে। অনুমান করা হচ্ছে, এই নিয়ে দলীয় বিধায়কদের আবারও বার্তা দিতে পারেন মমতা।