• জেলমুক্তির পর এবার বিধানসভার ২ কমিটিতে জ্যোতিপ্রিয়
    প্রতিদিন | ৩১ জানুয়ারি ২০২৫
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: শেষ মন্ত্রী ছিলেন বন ও অচিরাচরিত শক্তি এই দুটি দপ্তরের। এখন শুধু বিধায়ক। বন্দিদশা কাটিয়ে এখন কিছুটা স্বাভাবিক ছন্দে হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। কমবেশি বিধানসভায় আসা-যাওয়া শুরু করেছেন। আগামী বাজেট অধিবেশনেও তাঁর অংশ নেওয়ার কথা। তার মধ্যেই বিধানসভার অচিরাচরিত শক্তি দপ্তরের স্ট‌্যান্ডিং কমিটির স্থায়ী সদস‌্য হলেন প্রাক্তন খাদ‌্যমন্ত্রী। দেওয়া হল বিদ্যুৎ দপ্তরের বিধানসভার স্ট‌্যান্ডিং কমিটির সদস‌্যপদও। সঙ্গে লোকাল ফান্ড কমিটির সদস্যও করা হয়েছে তাঁকে।

    বস্তুত, তৃণমূল সরকারের আমলে এই প্রথম তিনি কোনও কমিটির সদস‌্য হলেন। কারণ এর আগে দুই দফাতেই তিনি মন্ত্রী ছিলেন। মন্ত্রী কখনও স্ট‌্যান্ডিং কমিটির সদস‌্য হতে পারেন না। স্ট‌্যান্ডিং কমিটির সদস‌্য হওয়ার পাশাপাশি জ্যোতিপ্রিয় যে এখন থেকে বিধায়ক হিসাবে নিয়মিত কাজ করতে পারবেন তা-ও জানিয়ে দেওয়া হয়েছে বিধানসভার তরফে বুলেটিন প্রকাশ করে। সেখানেই উল্লেখ করা হয়েছে তাঁর গ্রেপ্তারি ও তার জামিন পাওয়ার কথা। কোন আদালত থেকে তিনি জামিন পেয়েছেন, তার বিস্তারিত তথ্যও রয়েছে বুলেটিনে।

    বিধায়ক হিসাবে যাতে দ্রুত কাজ শুরু করতে পারেন তার জন্য নিয়মিত ব্যবধানে বিধানসভায় এসে জরুরি নথিপত্রের কাজও সারছেন প্রাক্তন খাদ‌্যমন্ত্রী। সঙ্গে নিয়মিত হাবড়ার উন্নয়নের খোঁজ নিচ্ছেন। কোথায় কোন কাজ আটকে আছে, উন্নয়ন কোথায় বকেয়া, কোথায় রাস্তা খারাপ, কোথায় আলো নষ্ট, কোন কোন ব্লকে জলের সমস্যা, সব কিছু নিয়েই এলাকার নেতৃত্ব ও কাউন্সিলদের সঙ্গে কথা বলছেন জ্যোতিপ্রিয়।
  • Link to this news (প্রতিদিন)