• দক্ষিণেশ্বরগামী মেট্রোর ইঞ্জিনে ধোঁয়া, যান্ত্রিক বিভ্রাটে বন্ধ পরিষেবা
    প্রতিদিন | ৩১ জানুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণেশ্বরগামী মেট্রোয় যান্ত্রিক বিভ্রাট। আচমকা ইঞ্জিন থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রো। তার ফলে আপাতত এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বন্ধ মেট্রো চলাচলে। বিপাকে যাত্রীরা।

    বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ দক্ষিণেশ্বরগামী মেট্রোর ইঞ্জিনে ধোঁয়া দেখতে পাওয়া যায়। এসপ্ল্যানেড স্টেশনে মেট্রো থমকে যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রবল শোরগোল শুরু হয়। কিছুক্ষণের মধ্যে মেট্রো কর্তৃপক্ষের কাছে খবর পৌঁছয়। এরপর যাত্রীদের মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয়। অফিস ফিরতি যাত্রীরা তার ফলে বেজায় বিপাকে পড়েন। কখন পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

    উল্লেখ্য, এর আগে বুধবার দক্ষিণেশ্বর স্টেশনে ঢোকার মুখে সিগন্যাল পয়েন্ট বিকল হয়ে যায়। তার ফলে যাত্রী পরিষেবায় বিঘ্ন ঘটে। ওইদিন বিকেল ৫টা ১ মিনিট থেকে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় মিনিট কুড়ি পর পরিষেবা স্বাভাবিক হয়। তার ফলে বেশ সমস্যায় পড়েন যাত্রীরা। অনেকেরই অভিযোগ, যতদিন যাচ্ছে মেট্রোয় যাত্রী পরিষেবা যেন তলানিতে ঠেকছে। 

    উল্লেখ্য, এর আগে গত শুক্রবার প্রথমবার পুরোদমে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোর ট্রায়াল রান হয়। যে ৭.০৪ কিলোমিটার অংশের মধ্যে প্রাথমিকভাবে বাণিজ্যিক পরিষেবা চালু করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ, সেখানেই ট্রায়াল রান হয়। নোয়াপাড়া থেকে বিমানবন্দরের মধ্যে চারটি স্টেশন আছে। নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ বা বিমানবন্দর স্টেশন। এশিয়ার অন্যতম বড় আন্ডারগ্রাউন্ড (মাটির নীচে) স্টেশন হতে চলেছে বিমানবন্দর স্টেশন (জয় হিন্দ মেট্রো স্টেশন)। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া থেকে বিমানবন্দর) এবং ইয়েলো লাইনের (নোয়াপাড়া থেকে বারাসত) সংযোগস্থল হচ্ছে বিমানবন্দর মেট্রো কর্তৃপক্ষ। এয়ারপোর্ট মেট্রো স্টেশনে দুটি সাবওয়ে আছে। যশোর রোড থেকে বিমানবন্দর মেট্রো স্টেশনকে যুক্ত করবে একটি সাবওয়ে। দৈর্ঘ্য ৩৩০ মিটার। অপরটি কলকাতা বিমানবন্দরকে যুক্ত করবে জয় হিন্দ মেট্রো স্টেশনকে।
  • Link to this news (প্রতিদিন)