• কলকাতায় তরুণীর উপর ধারালো অস্ত্রের কোপ, প্রকাশ্যে রাস্তায় হামলা, আটক ৩
    হিন্দুস্তান টাইমস | ৩১ জানুয়ারি ২০২৫
  • কলকাতার বাইপাসের ধারে মেট্রোপলিটন এলাকা. তরুণীর উপর হামলার অভিযোগ। বৃহস্পতিবার রাতে ভয়াবহ ঘটনা শহর কলকাতায়। এনআরএস হাসপাতালে ভর্তি রয়েছেন তরুণী। তাঁর গলার নলি কাটার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য় কারণে তাঁর উপর হামলা হল সেটা খতিয়ে দেখা হচ্ছে। মারতে মারতে গাড়ি থেকে নামিয়ে ওই তরুণীর উপর কোপ মারা হয় বলে অভিযোগ। কাছেই রয়েছে একটা রেস্তোরাঁ। পাশেই চায়ের দোকান। একেবারে প্রকাশ্য রাস্তায় তরুণীর উপর ধারালো অস্ত্রের কোপ। ইতিমধ্য়েই তিনজনকে আটক করা হয়েছে। 

    এক প্রত্যক্ষদর্শী বলেন, একেবারে প্রকাশ্যে চাকু নিয়ে হামলা চালালো। একেবারে ভয়াবহ ঘটনা। 

    এদিকে ওই তরুণী রক্তাক্ত অবস্থায় ছুটতে শুরু করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। কিন্তু কেন ওই তরুণীর উপর হামলা চালানো হল তা নিয়ে প্রশ্ন উঠছে। এনিয়ে ফের শহরে নারীদের নিরাপত্তার নিয়ে বিরাট প্রশ্ন উঠছে। স্থানীয়দের দাবি, সামনেই বড় ধাবা রয়েছে। লোকজন ভর্তি থাকে। সেই ধাবার সামনেই একের পর এক ছুরির কোপ দেওয়া হল। কে এই ভাবে প্রকাশ্যে একজন তরুণীর উপর ধারালো অস্ত্রের কোপ দেওয়া হল তা নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এক যুবক সহ দুজনকে আটক করেছে পুলিশ। 

    সূত্রের খবর, ওই তরুণী একটি গাড়ি করে যাচ্ছিলেন। সেই সময় অপর গাড়িতে চেপে কয়েকজন আসে। বাইপাসে একটা ধাবার কাছে গাড়িটি আস্তে হতেই অপর গাড়ি থেকে নেমে তরুণীকে আটকায়। এরপর শুরু হয় হামলা। ওই তরুণী নারকেলডাঙার বলে খবর। অভিযুক্তরা পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকার বাসিন্দা বলে খবর। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)