• ইঞ্জিনে ধোঁয়া! এসপ্ল্যানেডে দাঁড়িয়ে পড়ল দক্ষিণেশ্বরগামী মেট্রো
    হিন্দুস্তান টাইমস | ৩১ জানুয়ারি ২০২৫
  • আবার মেট্রো বিভ্রাট। দক্ষিণেশ্বরগামী মেট্রোতে যান্ত্রিক বিভ্রাট বলে খবর। সূত্রের খবর, ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছিল। তার জেরে দাঁড়িয়ে পড়ে মেট্রো। এসপ্ল্যানেড স্টেশনে মেট্রো দাঁড়িয়ে পড়ে। 

    রাত সাড়ে আটটার ঘটনা। দক্ষিণেশ্বরগামী মেট্রোর ইঞ্জিনে ধোঁয়া বের হতে দেখা যায়। এর জেরে এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা কিছুক্ষণের জন্য থমকে যায়। 

    তবে দ্রুত পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে মেট্রো কর্তৃপক্ষ। 

    তবে এর আগেও একাধিকবার কলকাতা মেট্রোতে একাধিক বিভ্রাট হয়েছে। সেই সঙ্গেই মেট্রোতে কেউ আত্মহত্যার চেষ্টা করলেও অনেক সময় দাঁড়িয়ে যায় মেট্রো। সেক্ষেত্রে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে মেট্রো। 

    গত ২৩ জানুয়ারির ঘটনা। কবি নজরুল স্টেশনে বিকেল ৪টে ২৮ মিনিট নাগাদ এক যাত্রী লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সঙ্গে সঙ্গে স্টেশন খালি করে মেট্রোর থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বন্ধ করা হয় মেট্রো চলাচল।

    গত ৬ জানুয়ারি। সাড়ে ১২টা নাগাদ চাঁদনি চক মেট্রো স্টেশনে মরণঝাঁপ দিয়েছিলেন এক ব্যক্তি। তাঁকে লাইন থেকে উদ্ধার করার চেষ্টা করা হয়েছে। এই কারণে ব্যস্ত সময়ে ব্যাহত হয়েছিল মেট্রো চলাচল।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)