• মধুবনী আর্টে সেজেছে বার্নপুর নরসিংবাঁধ ইউনাইটেড ক্লাবের পুজো, আজ উদ্বোধন
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বার্নপুরের নরসিংবাঁধের সরস্বতী পুজো এবার আটদিনের। আজ, শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য বাগ্‌঩দেবীর আরাধনার পুজোমণ্ডপ খুলে যাবে। মধুবনী আর্টে সেজেছে বার্নপুর নরসিংবাঁধ ইউনাইটেড ক্লাবের পুজো। প্রায় চার হাজার বর্গফুট এলাকাজুড়ে বিশাল প্যান্ডেল গড়ে তোলা হয়েছে। মণ্ডপের উচ্চতা ২৭ফুট। মধুবনী আর্টের প্যান্ডেলের সঙ্গে সাদৃশ্য রেখে গড়ে তোলা হয়েছে প্রতিমাও। আসানসোলের মৃৎশিল্পীকে বরাত দিয়ে এই প্রতিমা তৈরি করা হয়েছে। এবার ক্লাবের পুজো দশম বর্ষে পড়ল। নানা অনুষ্ঠানের মাধ্যমে পুজোর দিনগুলি উৎসবমুখর করে তুলতে তৎপর হয়েছেন ক্লাবের সদস্যরা। 


    জানা গিয়েছে, খেলার ছলেই সরস্বতী পুজো করার সিদ্ধান্ত নিয়েছিলেন এলাকার ছেলেরা। ২০১৬ সালে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কোনওরকমে পুজো হয়েছিল। তারপর থেকেই এই ক্লাবের পুজোর জাঁকজমক বাড়তে থাকে। পরের বছরই ২৬ হাজার টাকা বাজেটের পুজো হয়। তৃতীয় বর্ষ থেকে পুজোর পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন শুরু হয়। এবার দশম বর্ষে পুজোর বাজেট ৩ লক্ষ ৭০হাজার টাকা। শুধু মধুবনী আর্টের চমক নয়, ছত্তিশগড়ের রামগড়ের সুনামী ব্যান্ড আসছে বিসর্জনের বাজনার ঝংকার নিয়ে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার পুজোর উদ্বোধন করবেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। শনিবার মণ্ডপে ঠাকুর দেখতে পারবেন দর্শনার্থীরা। পাশাপাশি পুজোর প্রস্তুতি চলবে। রবিবার পুজো হবে। দেওয়া হবে অঞ্জলি। সোমবার এলাকার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পরের দিন হবে রক্তদান শিবির। বুধবার আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার এলাকাবাসীর জন্য খিচুড়ি প্রসাদ বিতরণ হবে। পাশাপাশি থাকবে ক্যুইজ প্রতিযোগিতা। শুক্রবার ঘটা করে প্রতিমা বিসর্জন হবে। পুজো কমিটির সম্পাদক পঙ্কজ সাউ বলেন, এলাকাবাসীর সহযোগিতায় আমাদের এই পুজো বার্নপুরে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)