• শান্তিনিকেতনে নকল সোনার কয়েন বিক্রির চেষ্টা, ধৃত তিন
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বোলপুর: ফোনে সরল গ্রাম্য ভাষার এক সংলাপ, ‘বাবু, আমি রাজু বলচি। মাটি খুঁড়ে সোনার কয়েন পেইচি। আপনি লিবেন? সস্তায় দিয়ে দিবো।’–এমন কথায় লোভ সামলাতে না পেরে বহু মানুষ এই প্রতারকদের কবলে পড়ে সর্বশ্রান্ত হয়েছেন। এমনই এক ব্যক্তিকে ঠকানোর উদ্দেশ্যে শান্তিনিকেতন থানার তালতোড়ের কাছে এক নির্জন এলাকায় জড়ো হয়েছিল তিন দুর্বৃত্ত। তবে শান্তিনিকেতন থানার পুলিস তাদের সফল হতে দেয়নি। গোপন সূত্রে খবর পেয়ে নকল সোনার কয়েন বিক্রির আগেই ওই তিন দুর্বৃত্তকে পুলিস গ্রেপ্তার করে। অভিযুক্তদের নাম শেখ আমিরুল, দিন বাউরি ও বাপন ঘোষ। এদের মধ্যে আমিরুল ও দিনের বাড়ি পাড়ুই থানায়। বাপনের বাড়ি বোলপুরে। তাদের কাছ থেকে ১৬০টি নকল সোনার কয়েন উদ্ধার করেছে পুলিস। শান্তিনিকেতন থানা সূত্রে জানা গিয়েছে, বীরভূম জেলার বাইরের এক ব্যক্তিকে প্রলোভন দেখিয়ে নকল কয়েনগুলি বিক্রি করার চেষ্টা করছিল ওই তিন দুর্বৃত্ত। তবে তাদের অপারেশনের আগেই পুলিস তাদের গ্রেপ্তার করে পরিকল্পনা ভেস্তে দেয়। বারবার সোনার কয়েন পাচার চক্র মাথাচাড়া দেওয়ায় অত্যন্ত উদ্বিগ্ন জেলা পুলিস প্রশাসন। এই ঘটনার সঙ্গে কারা জড়িয়ে রয়েছে, পুলিস তার তদন্ত শুরু করেছে।
  • Link to this news (বর্তমান)