• মেদিনীপুর শহরের স্টুডেন্ট ক্লাবের থিম এবার ‘কুরুক্ষেত্র’, রেকর্ড ভিড়ের আশা
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সরস্বতী পুজো উপলক্ষ্যে মেদিনীপুর শহরের পাটনাবাজার এলাকার স্টুডেন্ট ক্লাবের থিম ‘কুরুক্ষেত্র’। এবছর তাদের পুজো ৫৭তম বর্ষে পড়ল। ক্লাবের সদস্যরা জোরকদমে পুজোর প্রস্তুতি নিচ্ছেন। এবছর হুগলি জেলার সিঙ্গুর থেকে সরস্বতী প্রতিমা আনা হবে। পুজোর পাশাপাশি ক্লাবের তরফে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। একইসঙ্গে সাধারণ মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করছেন ক্লাবের সদস্যরা। ৪ফেব্রুয়ারি পর্যন্ত মণ্ডপে সরস্বতী প্রতিমা থাকবে। ক্লাবের সদস্যদের কথায়, মণ্ডপে অডিও-ভিজ্যুয়ালি কুরুক্ষেত্রের যুদ্ধের নানা অংশ তুলে ধরা হবে। এবছর কুরুক্ষেত্র দেখতে রেকর্ড ভিড় হবে।


    ক্লাবের সভাপতি সুদীপ বাগ ও সম্পাদক জয়ন্ত মাল বলেন, ক্লাবের সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করে পুজোর আয়োজন করছেন। পুলিস-প্রশাসন সহ সকলের সহযোগিতা ছাড়া এত বড় মাপের অনুষ্ঠান করা সম্ভব নয়। 


    প্রসঙ্গত, ১৯৬৮সালে পাটনাবাজার এলাকার কয়েকজন স্কুল-কলেজপড়ুয়া এই ক্লাবের সূচনা করেন। তাঁদের উদ্দেশ্য ছিল সমাজ কল্যাণমূলক নানা কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো। একই সঙ্গে ক্লাব সূচনার প্রথম বছর থেকেই নিষ্ঠা সহকারে সরস্বতী পুজো শুরু হয়। তবে গত প্রায় দশ বছর ধরে থিমের পুজো করে সকলকে তাক লাগিয়ে দিচ্ছে এই ক্লাব। প্রতি বছর ক্লাবের সদস্যদের উদ্যোগে নিত্যনতুন থিম বেছে নেওয়া হয়। বর্তমানে বিভিন্ন পেশার মানুষ এই ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন। ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য লক্ষ্মীকান্ত দাস বলেন, আমাদের ক্লাবের মূলমন্ত্র একতা। খেলাধুলোর মধ্য দিয়ে ক্লাব তৈরি হয়। প্রতি বছর মেদিনীপুর শহরের পড়ুয়াদের মঙ্গল কামনায় সরস্বতী দেবীর আরাধনা করা হয়। শহরের প্রাচীন পুজোগুলির মধ্যে এটি অন্যতম। 


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুধু পুজো নয়, এই ক্লাবের সদস্যরা খেলাধুলোতেও পারদর্শী। তাঁরা ওয়ার্ডভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেন। করোনা পরিস্থিতির সময় ক্লাবের সদস্যরা প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। পাশাপাশি মানুষের সুবিধার্থে রক্তদান শিবিরের আয়োজন করেন ক্লাবের সদস্যরা। এছাড়া ক্লাবের পক্ষ থেকে বহু দুঃস্থ মানুষকে বস্ত্র দেওয়া হয়। 


    ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য বিশ্বনাথ পাণ্ডব বলেন, মানুষের পাশে থাকা আমাদের মূল কর্তব্য। কেউ সমস্যায় পড়লে ক্লাবের সদস্যরা ঝাঁপিয়ে পড়েন। ক্লাবের তরফে আরও নানা সামাজিক কর্মসূচির পরিকল্পনা রয়েছে। মানুষের পাশে এই ক্লাবের সদস্যরা সর্বদা থাকবেন।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)