এসআই অমিতাভ মালিক হত্যা মামলায় সার্কিট বেঞ্চে জামিন বিমল গুরুংয়ের
বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পুলিসকর্মী অমিতাভ মালিক খুনের মামলায় জামিন পেলেন মোর্চা নেতা বিমল গুরুং। ২০১৭ সালে গোর্খাল্যান্ডের দাবিতে দার্জিলিংয়ে আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাজ্য পুলিসের ওই সাব ইন্সপেক্টরের। এ ঘটনায় দার্জিলিং সদর থানায় বিমল গুরুংকে মূল অভিযুক্ত করে দায়ের হয় খুনের মামলা। সেই মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে জামিন পেলেন গুরুং।
পুলিস সূত্রে খবর, সময়টা ২০১৭ সালের অক্টোবর। গোর্খাল্যান্ডের দাবিতে তখন উত্তাল পাহাড়। আন্দোলন থামিয়ে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় মরিয়া রাজ্য। ওইসময় ১৩ অক্টোবর সকালে পুলিসের কাছে খবর আসে, দার্জিলিংয়ে সিংলার জঙ্গলে ঘাঁটি গেড়েছেন বিমল গুরুং। খবর পেয়ে তাঁকে পাকড়াও করতে যায় পুলিস। তখনই পুলিসের সঙ্গে গুলির লড়াই শুরু হয় গুরুংপন্থীদের। প্রায় দু’ঘণ্টার গুলির লড়াইয়ে প্রাণ হারান এসআই অমিতাভ মালিক। এ ঘটনায় গুরুং সহ আরও অনেক মোর্চা নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয় দার্জিলিং সদর থানায়। প্রথমে পুলিস ঘটনার তদন্ত শুরু করে। কিন্তু তদন্তে গড়িমসির অভিযোগ সহ পুলিসকর্তাদের একাংশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠায় সিআইডির হাতে মামলার তদন্তভার তুলে দেয় রাজ্য।
আদালত সূত্রে খবর, ইতিমধ্যে চার্জশিট এবং সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ে গিয়েছে আদালতে। এবার বিচারপ্রক্রিয়া শুরুর অপেক্ষা। গুরুংয়ের পক্ষের আইনজীবী অমলেশ রায় বলেন, ২০১৭ সালের মামলা। পুলিসের সঙ্গে সংঘর্ষে এক পুলিস অফিসারের মৃত্যু হয়। এনিয়ে বিমল গুরুংয়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়। সেই মামলায় এদিন আদালত গুরুংয়ের আগাম জামিন মঞ্জুর করেছে। চার্জশিট জমা পড়েছে। এরপর তিনি বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হবেন।
গুরুংয়ের পক্ষের আরএক আইনজীবী জনার্দন কেজরিওয়াল বলেন, মামলায় অভিযোগ, রঙ্গিত নদীর পাশের জঙ্গলে বিমল গুরুং রয়েছেন, এমন খবরের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করতে পুলিস যায়। সেসময় পুলিসের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। তারই জেরে পুলিসের এক এসআইয়ের মৃত্যু হয়। মামলায় জমা পড়া প্রথম চার্জশিটে বিমল গুরুংয়ের নাম ছিল না। সাপ্লিমেন্টারি চার্জশিটে তাঁর নাম রয়েছে। তাঁকে ফেরার দেখিয়ে চার্জশিট জমা দেওয়া হয়েছে। ওই মামলায় এদিন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্থের ডিভিশন বেঞ্চ আমাদের মক্কেলের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে।
মামলার সরকারপক্ষের আইনজীবী অদিতিশঙ্কর চক্রবর্তী বলেন, ২০১৭ সালে দার্জিলিং সদর থানার ওই মামলায় মূল অভিযুক্ত বিমল গুরুং। সেই মামলায় এদিন গুরুংয়ের জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। চার্জশিটে তাঁর নাম রয়েছে। এরপর বিচারপ্রক্রিয়া শুরু হবে।