• দুয়ারে সরকার শিবিরে মন্ত্রী ও ডিএম
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মালদহ: দুয়ারে সরকার শিবিরে ছুটলেন মন্ত্রী থেকে জেলাশাসক। মহকুমা শাসক থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)। যাঁরা শিবিরে আসতে অপারগ, বেশ কয়েকটি ব্লকে তাঁদের দুয়ারে পৌঁছে গেল প্রশাসন। সব মিলিয়ে বৃহস্পতিবার জেলায় এই কর্মসূচির সপ্তম দিনে অসংখ্য মানুষ রাজ্য সরকারের পরিষেবা পাওয়ার জন্য আবেদন জমা করলেন লাইন দিয়ে।


    এদিন কালিয়াচক- ২ ব্লকের আইডিয়াল হাই মাদ্রাসায় দুয়ারে সরকার শিবিরে দীর্ঘক্ষণ ছিলেন সেচ ও জলপথ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁর সঙ্গে এদিন ওই শিবিরে বেশ কয়েক ঘণ্টা থেকে মানুষের প্রশ্নের জবার দেওয়ার পাশাপাশি সুরাহার পথ বাতলে দেন জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। হাজির ছিলেন মালদহ সদরের মহকুমা শাসক পঙ্কজ তামাংও। অন্যদিকে মানিকচকের মথুরাপুরে শিক্ষা সম্বন্ধীয় সমস্যার সমাধানে শিবিরে হাজির থাকেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস।


    কালিয়াচক-২ ব্লকের ওই শিবিরে অংশ নেওয়ার পরে মন্ত্রী সাবিনা বলেন, মানুষ যেভাবে অংশ নিচ্ছেন তাতে আমরা সকলেই অভিভূত। আসলে সঙ্গে সঙ্গে পরিষেবা মেলায় মানুষের উৎসাহ এত বেড়েছে। জেলাশাসক বলেন, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে কিছু ক্ষেত্রে তৎপরতার সঙ্গে ঋণের কাগজ তুলে দেওয়া হয়েছে। 
  • Link to this news (বর্তমান)