• দার্জিলিং মেলে যান্ত্রিক ত্রুটি
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এনজেপিতে ঢুকতেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল দার্জিলিং মেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় হলদিবাড়ি থেকে ছাড়ে শিয়ালদাগামী দার্জিলিং মেল। এনজেপিতে ঢোকার পর ট্রেনটির যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরজেরে প্রায় দীর্ঘক্ষণ ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল। এতে দুর্ভোগের শিকার হন যাত্রীরা।


    উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, স্টেশনে ট্রেনটি প্রবেশের পর পরীক্ষা করা হয়। সেই সময় একটি থ্রিটায়ার এসি বগিতে ত্রুটি ধরা পড়ে। সেজন্য ওই বগি পালটে অন্য বগি ট্রেনটিতে জোড়া হয়। এজন্যই ট্রেনটি এনজেপি থেকে কিছুক্ষণ দেড়িতে ছাড়ে।
  • Link to this news (বর্তমান)