চা সুন্দরী প্রকল্পের কাজ খতিয়ে দেখতে পরিদর্শন মন্ত্রীর
বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার বিকেল ৩টা নাগাদ ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর চা বাগানে চা সুন্দরী প্রকল্পের আবাসের কাজকর্ম খতিয়ে দেখতে পরিদর্শন করলেন আদিবাসী উন্নয়নমন্ত্রী বুলুচিক বড়াইক। সঙ্গে ছিলেন ক্রান্তির বিডিও রিমিল সোরেন, রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিন্টু রায় সহ অনান্যরা। উল্লেখ্য, রাজ্য সরকারের পক্ষ থেকে ৬০১টি বাড়ি বানিয়ে দেওয়া হচ্ছে শ্রমিকদের। প্রথম পর্যায়ের টাকা দিয়ে দেওয়া হয়েছে। বাকি টাকাও পরবর্তীতে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী বুলুচিক বড়াইক।