ময়নাগুড়িতে তিন ছাত্রী নিখোঁজ, একদিন পর সন্ধান মিলল হাওড়ায়
বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: বুধবার বিকেলে ময়নাগুড়িতে একই এলাকার তিন ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর মৌয়ামারিতে। তিন স্কুল ছাত্রীর মধ্যে একজন একাদশ ও বাকি দু’জন দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করে। এদিকে, এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। তাদের পক্ষ থেকে ময়নাগুড়ি থানায় বৃহস্পতিবার নিখোঁজ সংক্রান্ত ডায়েরি দায়ের করা হয়। যদিও এদিন সন্ধ্যায় তাদের হওড়া স্টেশন থেকে পুলিস উদ্ধার করেছে। নিখোঁজ তিন ছাত্রী একে অপরের বন্ধু। তিনজনের বাড়ি একই গ্রামে। বুধবার দুপুরে তারা পরিবারের লোকজনদের জানায় বিডিও অফিসে কাজ রয়েছে। সে কারণে তাদের ময়নাগুড়িতে যেতে হবে। তারা বাড়ি থেকে আধার কার্ড, জন্ম সার্টিফিকেট নিয়ে যায় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এদিকে, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলেও তিনজন বাড়িতে না ফেরায় শুরু হয় খোঁজখবর। বিভিন্ন এলাকায় খোঁজ করেও পাওয়া যায়নি। বুধবার রাতেও বাড়ি ফেরেনি। এরপর দুশ্চিন্তায় পড়ে যায় পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকালেও তিন স্কুলছাত্রী বাড়িতে না আসার তাদের পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়। পরিবারের সদস্যরা বলেন,আমরা অত্যন্ত চিন্তায় রয়েছি। তিনজনের বাড়ি একই এলাকায়। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, মিসিং ডায়েরি হতেই আমরা বিভিন্ন থানায় খবর পাঠাই। রেল পুলিসকেও জানানো হয়। সন্ধ্যায় খবর আসে হাওড়া স্টেশনে তাদের পাওয়া গিয়েছে। ছাত্রীরা বাড়ি ফিরলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। কোনও খপ্পরে তারা পড়েছিল কি না জানার চেষ্টা করা হবে।