• মানুষ-বন্যপ্রাণী সংঘাত রুখতে কর্মশালা  
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
  • উত্তরবঙ্গের বনাঞ্চল থেকে লোকালয়ে হাতি, চিতাবাঘ, বাইসন এমনকী গন্ডারও চলে আসার ঘটনা মাঝেমধ্যেই ঘটছে। বন্যপ্রাণী লোকালয়ে এলে কৌতূহলীরা ভিড় করেন। প্রাণ রক্ষা করতে বন্যপ্রাণীরা বাঁচার উপায় খোঁজে। তখনই মানুষের সঙ্গে বন্যপ্রাণীর সংঘাত শুরু হয়। যাতে কোনও ভাবেই বন্যপ্রাণীকে বিরক্ত না করা হয় সেব্যপারে জয়গায় জায়গায় সচেতনতা শিবির করার ব্যাপারে আলোচনা করা হয়।  উত্তরবঙ্গের চিফ কনজারভেটর অব ফরেস্ট (ওয়াইল্ড লাইফ) জে ভি ভাস্কর বলেন, এই অঞ্চলে মূলত হাতি, চিতাবাঘ ও বাইসনের সঙ্গে সংঘাত হচ্ছে মানুষের। যার মধ্যে হাতি-মানুষ সংঘাতটাই বেশি। কিছু প্রস্তাব আলোচনার মধ্যে দিয়ে উঠে এসেছে। ওসব বাস্তবায়ন করতে আগামী দিনে কাজ করা হবে। একটি সংগঠনের ডিরেক্টর সঙ্গীতা মিত্র বলেন, হটস্পট চিহ্নিত করা হচ্ছে। যেখানে এই সংঘাত বেশি হয়। ওসব জায়গায় গিয়ে লোকজনকে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। তরাই ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের (টিবিআইটিএ) সম্পাদক রানা দে বলেন, চা বাগানগুলি মূলত বনাঞ্চল লাগোয়া। ফলে প্রায়ই বন্যপ্রাণী চলে আসে। ঘরবাড়ি ভেঙে দেওয়া থেকে মানুষের উপর হামলার ঘটনা ঘটে। এই সংঘাত রুখতে আমরা বনদপ্তরকে সবরকমভাবে সহযোগিতা করতে প্রস্তুত। 
  • Link to this news (বর্তমান)