সংবাদদাতা,আলিপুরদুয়ার: প্রয়াগরাজের মহাকুম্ভে জয়গাঁর এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম মিঠুন শর্মা(৩২)। বাড়ি জয়গাঁ শহরের নেতাজী সুভাষ রোডে। তবে প্রয়াগরাজের বিপর্যয়কাণ্ডে জয়গাঁর যুবকের মৃত্যু হয়নি। মহাকুম্ভে প্রচণ্ড ভিড়ের মধ্যে ওই যুবকের শ্বাসকস্ট শুরু হয়। জয়গাঁ থেকে যাওয়া তাঁর সঙ্গি যুবকরা সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই যুবকের মৃত্যু হয়। মৃত যুবক জয়গাঁর একটি ট্রাভেল এজেন্সীর গাড়ি চালক ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জয়গাঁয় মৃত যুবকের বাড়িতে খবর দেয় তাঁর সঙ্গিরা। মৃত্যুর খবর আসতেই বাড়িতে কান্নার রোল পড়ে যায়। মৃত যুবকের ছোট বোন নীলম শর্মা বলেন, আমার সুস্হ সবল দাদা মহাকুম্ভে স্নান করতে গিয়েছিল। কি এমন হল যে হঠাৎ করে দাদার মৃত্যু হল। জয়গাঁ থানার ওসি পালজোর ভুটিয়া বলেন, এরকম কোন খবর আমাদের হাতে আসে নি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।