• জলাতঙ্কের ভ্যাকসিন কিনতে বছরে খরচ হচ্ছে কোটি টাকা
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: পথ কুকুরের সংখ্যা বৃদ্ধিতে উদ্বিগ্ন দার্জিলিং জেলা স্বাস্থ্য প্রশাসন। জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন কিনতে বছরে কোটি টাকারও বেশি খরচ হচ্ছে দার্জিলিং জেলা স্বাস্থ্যদপ্তরের। এই বিপুল খরচ কমাতে পথ কুকুরের জন্মনিয়ন্ত্রণের উপর জোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।  গত বুধবার জেলা স্বাস্থ্যদপ্তরে আধিকারিকদের সঙ্গে এনিয়ে বৈঠক করেছেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল। বৈঠক সূত্রে জানা গিয়েছে ২০২৩ সালের তুলনায় গত বছর পথ কুকুরের কামড়ের সংখ্যা দার্জিলিং জেলায় উদ্বেগজনকভাবে বেড়েছে। ফলস্বরূপ এআরভি কেনার খরচও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই খরচ কমাতে গেলে পথ কুকুরের জন্মনিয়ন্ত্রণ একমাত্র পথ। সে নিয়ে বুধবারের বৈঠক বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান জেলার ডেপুটি সিএমওএইচ-২ আনোয়ার হোসেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার সঞ্জয় মল্লিক বলেন, প্রতি মাসে গড়ে ৯০ জন করে জলাতঙ্ক প্রতিষেধক ইনঞ্জেকশন নিচ্ছেন। এরা সকলেই রাস্তায় কুকুরের দ্বারা আক্রান্ত। শিলিগুড়ি জেলা হাসপাতালে মাসে গড়ে জলাতঙ্ক প্রতিষেধক ইনজেকশনের সংখ্যা শতাধিক।
  • Link to this news (বর্তমান)