• চ্যাংমারির গ্রামে দাপাল এক দল হাতি 
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কুমারগ্রাম: বুধবার রাতে কুমারগ্রাম ব্লকের চ্যাংমারি পঞ্চায়েতের বড় দলদলিতে তাণ্ডব চালায় একদল হাতি। এলাকার ৩০-৪০টি কলাগাছ তছনছ করে দিয়েছে। স্থানীয়রা জানান, রাতে জঙ্গল থেকে চারটি হাতি বড় দলদলির লোকালয়ে ঢুকে পড়ে। এরপর কলাবাগান তছনছ করে দিয়ে জঙ্গলে চলে যায়। প্রায়ই হাতির দল এলাকায় চলে আসছে বলে বাসিন্দারা জানান। যার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যদিও বুধবার রাতে হাতির হামলায় শুধু কলাবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই বাগানের পাশেই রয়েছে বেশ কয়েকটি বাড়ি। হাতির দল বাড়িতে হামলা 


    চালালে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যেত। 


    এলাকার বাসিন্দা মনোজিৎ বর্মন বলেন, আমার বাড়ির পিছনে থাকা এক প্রতিবেশীর কলাবাগান হাতির দল তছনছ করে দিয়েছে। আমরা খুবই আতঙ্কে রয়েছি। প্রায়ই হাতি চলে আসছে। রাতে চারটি হাতি এসে কলাবাগানে তাণ্ডব চালিয়ে যায়। হাতিগুলি বাড়িতে ঢুকে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে যেত। আমরা চাইছি, বনদপ্তর এই বিষয়ে নজর দিক। যাতে এই এলাকায় হাতির তাণ্ডব বন্ধ হয়। 


    উল্লেখ্য, কুমারগ্রাম ব্লকের বিভিন্ন গ্রামে হাতির দল ঢুকে যাচ্ছে। কোথাও জমির ফসল, কোথাওবা ঘরবাড়ি ভেঙে দিচ্ছে হাতি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাঁরা বনদপ্তরের দিকে আঙুল তুলেছেন। সাধারণ মানুষ চাইছে, হাতির তাণ্ডব রুখতে বনদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নিক। 


    বনদপ্তর জানিয়েছে, প্রতি রাতেই হাতির গতিবধি লক্ষ্য করার জন্য নজরদারি চালানো হয়। প্রয়োজনে নজরদারি আরও বাড়ানো হবে। যার ক্ষতি হয়েছে, সে সরকারি নিয়মে আবেদন করলে ক্ষতিপূরণ পাবে।
  • Link to this news (বর্তমান)