সংবাদদাতা, কালিয়াচক: ফের বৈষ্ণবনগরে উদ্ধার হল বিপুল জালনোট। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের বাবুপাড়া গ্রামে অভিযান চালায় এসটিএফ। সেই অভিযানে আনারুল হককে আটক করে তারা। তার তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৫০০ টাকার জাল নোটগুলি। তারপরেই গ্রেপ্তার করা হয় আনারুলকে। সে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাবুপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিস সূত্রে খবর, রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ আনারুল জালনোট পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় সাদা পোশাকে থাকা এসটিএফ কর্মীরা তাকে আটক করে। আনারুলের কাছ থেকে উদ্ধার সব ৫০০ টাকার জালনোট ‘এ’ গ্রেডের। অর্থাত্ আসল নোটের সঙ্গে পার্থক্য করা প্রায় অসম্ভব।
পুলিসের এক আধিকারিকের বক্তব্য, এই পারদেওনাপুর শোভাপুর, বাখরাবাদ এলাকা সীমান্ত ঘেঁষা হওয়ায় এলাকাটি জালনোটের হাবে পরিণত হয়েছে। চার দিন আগেও এই এলাকা থেকে ১ লক্ষ ৯৮ হাজার টাকার জালনোট উদ্ধার করে বৈষ্ণবনগর থানার পুলিস। পাশাপাশি দু’জন গ্রেপ্তারও করা হয়। এছাড়াও বাখরাবাদ এলাকার জেলে থাকা এক আসামির বাড়ি থেকে কুড়ি লক্ষ টাকার জালনোট উদ্ধার হয়। গত তিন মাসে উদ্ধার হওয়া জালনোটের তিন চতুর্থাংশই এই পারদেওনাপুর শোভাপুর এলাকা থেকে মিলেছে। যা যথেষ্ট ভাবাচ্ছে পুলিস প্রশাসনকে। স্থানীয়রা বলছেন, আঁধার এবং কুয়াশার সুযোগে এপারে থাকা পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করে ওপার থেকে বিএসএফের নজর এড়িয়ে জালনোট ছুড়ে দেওয়া হচ্ছে। সেগুলিই চক্রের বিভিন্ন সদস্যদের সাহায্যে ছড়িয়ে দেওয়া হয়।