• ৬ হাজার মাছ বিক্রেতা পাবেন  ইন্সুলেটেড বক্স ও ওজনের যন্ত্র
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মাছ বিক্রেতাদের জন্য ইন্সুলেটেড বক্স এবং ওজন করার যন্ত্র দেবে রাজ্য মৎস্যদপ্তর। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে তারা। আপাতত চলতি অর্থবর্ষে ছ’হাজার মাছ ব্যবসায়ীকে এই সামগ্রী দেওয়া হবে। জেলাভিত্তিক উপভোক্তাদের সংখ্যা নির্ধারিত করে সেটা পাঠিয়েছে দপ্তর। এই প্রকল্পের জন্য ৩১ লক্ষ টাকা খরচ হবে। বক্সে মাছ রেখে বেচলে তা সহজে নষ্ট হবে না।


    জেলায় জেলায় বহু  বিক্রেতা যে পাত্রে মাছ নিয়ে পাড়ায় পাড়ায় ঘোরেন তা তেমন সুরক্ষিত নয়। অতিরিক্ত গরমে মাছ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই বিষয়টি দপ্তরের নজরে এসেছে। তাই এমন মাছ বিক্রেতাদের হাতে ওই  ইন্সুলেটেড বক্স তুলে দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছে। দপ্তরের দাবি,  মাছ একদিনের বেশি পুরনো হলেও বরফ দিয়ে তাতে দিব্যি রাখা যাবে এবং তা তাড়াতাড়ি নষ্ট হবে না। একইভাবে যাঁরা নতুন মাছ ব্যবসা করছেন বা মাছ কেনাবেচার কারবারে নামার পরিকল্পনা নিয়েছেন সরকারের এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন তাঁরাও। এই বক্স এবং ওজন করার মেশিন সবচেয়ে বেশি সংখ্যায় পাবেন পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীরা—৪৩২ জন। পাশাপাশি দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে—প্রতিটি জায়গায় ৪০০ জন উপভোক্তাকেও এই সামগ্রী দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)