• বাজেটে বাংলার ভাগ্যে জুটতে পারে  নতুন পণ্যবাহী করিডর, তুঙ্গে জল্পনা   
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
  • দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: ফোকাসে বাংলা। আগামী ১ ফেব্রুয়ারি, শনিবার ২০২৫-২৬ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর আসন্ন কেন্দ্রীয় বাজেটে আরও তিনটে ডেডিকেটেড পণ্যবাহী করিডরের ঘোষণা করতে পারেন তিনি। রেলমন্ত্রক সূত্রে খবর, সম্ভাব্য তিনটি পণ্যবাহী করিডরের মধ্যে দু’টিই যুক্ত করবে বাংলাকে। যদিও বাংলার কোন কোন জেলার সঙ্গে এই করিডরগুলিকে যুক্ত হবে, তা স্পষ্ট নয়।


    এবারের বাজেটে পশ্চিমবঙ্গ-অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র-পশ্চিমবঙ্গ এবং হরিয়ানা-তামিলনাড়ু, এই তিনটি রুটে ডেডিকেটেড ফ্রেট করিডরের ঘোষণা হতে পারে। তবে রেল বোর্ড সূত্রের খবর, সম্ভবত এক্ষেত্রে কোনওরকম পিপিপি মডেলের উপর ভরসা করা হবে না। পুরোটাই রেলমন্ত্রকের দায়িত্বে তৈরি করা হতে পারে। এই মুহূর্তে সারা দেশে দু’টি ডেডিকেটেড পণ্যবাহী করিডর রয়েছে— ইস্টার্ন ও ওয়েস্টার্ন। এর মধ্যে ইস্টার্ন পণ্যবাহী করিডরের সঙ্গে সংযোগ রয়েছে বাংলার। যদিও দু’টোর কোনওটিই এখনও পর্যন্ত পুরোপুরি বাস্তবায়িত হয়নি। চালু হয়েছে আংশিকভাবে। 


    বর্তমানে দেশজুড়ে উচ্চ গতির ট্রেন চালানোর উপর নজর দিয়েছে মোদি সরকার। অন্যতম পাখির চোখ করা হয়েছে সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে। এরই পাশাপাশি অন্যান্য দূরপাল্লার রুটেও ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় বৃদ্ধির ব্যাপারে পদক্ষেপ করা হয়েছে। বিশেষ করে দিল্লি-কলকাতা এবং দিল্লি-মুম্বই রুটে ট্রেনের গতি বাড়িয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ থেকে ১৬০ কিলোমিটার করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছে রেল বোর্ড। এর মধ্যে আরও তিনটি ডেডিকেটেড পণ্যবাহী করিডরের ঘোষণার সম্ভাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
  • Link to this news (বর্তমান)