বিক্ষোভের জেরে ট্যাংরায় বন্ধ বেআইনি বহুতল ভাঙার কাজ
বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্যাংরার ক্রিস্টোফার রোডের অবৈধ নির্মীয়মাণ বহুতল ভাঙতে গিয়ে বাধার সম্মুখীন হলেন কলকাতা পুরসভার কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে সেখানে ফ্ল্যাট মালিকরা দফায় দফায় বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, তাঁরা কিছুই জানতেন না। ক্ষতিপূরণ বা পুনর্বাসন না পেয়ে তাঁরা বাড়ি ভাঙতে দেবেন না। যদিও পুরসভা জানিয়েছে, ওই অবৈধ নির্মাণ নিয়ে গত বছরের আগস্ট মাস থেকেই শুনানি চলছিল। পরে ওই নির্মীয়মাণ বাড়িটি ভাঙার সিদ্ধান্ত হয়েছে। বাড়ি ভাঙার ব্যাপারে প্রোমোটার থেকে ফ্ল্যাট মালিক, সকলেই জানতেন। ফলে, এদিন বাড়ি ভাঙা যায়নি। ফের আলোচনা করে পরবর্তী পদক্ষেপ হবে বলে পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে খবর।
ট্যাংরায় একটি সবুজ রঙের বহুতল হেলে পড়ার খবর সামনে আসতেই তার পাশে থাকা নির্মীয়মাণ অপর বহুতল নিয়ে বির্তক শুরু হয়। জায়গাটি দেখে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পুরসভাকে রিপোর্ট দেয়, নির্মীয়মাণ বহুতলটির জন্যই পাশের বহুতলটি হেলে গিয়েছে। ফলে, ওই বহুতলের উপরের দিক থেকে ‘লোড’ কমাতে কয়েকটি তলা ভাঙার প্রয়োজন। তার ভিত্তিতেই বৃহস্পতিবার সকালে ভাঙতে যায় পুরসভার ডেমোলিশন টিম। কিন্তু তারা সেখানে গেলে শুরু হয় বিক্ষোভ। মহিলারা আবাসনের গেট বন্ধ করে দেন। কান্নাকাটি শুরু করে দেন ফ্ল্যাট মালিকরা। ফ্ল্যাট মালিক সুপ্রিয়া মাইতি জানান, বাড়ি ভাঙা হবে বলছে, কিন্তু আমরা কোথায় যাব? আমাদের কোনও নোটিসই দেওয়া হয়নি। পুনর্বাসনের ব্যবস্থা না করে বাড়ি ভাঙা যাবে না। স্থানীয় ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সন্দীপন সাহা বলেন, ওই বাড়িতে কেউ থাকেন না। সেখানে পরে যাঁরা থাকবেন এবং আশপাশের বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। আমরা ফের ফ্ল্যাট মালিকদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করব।