তৃণমূল সমর্থকের রান্নাঘর ও বাইক পুড়ে ছাই, বিজেপির বিরুদ্ধে আগুন ধরানোর অভিযোগ
বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: তৃণমূল সমর্থক রাজু হালদারের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুলপির ঈশ্বরীপুর অঞ্চলের আটমনোহরপুর গ্রামে। তাতে পুড়ে ছাই হয়ে গিয়েছে রাজু হালদারের বাড়ির রান্নাঘর সহ একটি মোটরবাইক। জানা গিয়েছে, বুধবার রাতে এই অগ্নিকাণ্ডের সময় হালদার পরিবারের কোনও সদস্য বাড়িতে ছিলেন না। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তাঁরা বাড়িতে ফিরে দেখেন, ঘরের সামনে রাখা তাঁদের একটি মোটরবাইক পুড়ে গিয়েছে। এছাড়াও রান্নাঘরটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনার পর থেকেই রীতিমত আতঙ্কে রয়েছেন হালদার পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলপি থানার পুলিস। কীভাবে এই ঘটনা ঘটল, পুলিস তার তদন্ত শুরু করেছে।
এবিষয়ে রাজু হালদারের ছেলে সাগর হালদার বলেন, আগে আমাদের পরিবারের সবাই বিজেপি করতেন। কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে আমার পরিবারের সবাই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সেই থেকেই এই অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। বিষয়টি পুলিসকে জানানো হয়েছে। এদিন ঘটনাস্থলে আসেন ঈশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবপ্রিয় মণ্ডল। তিনি পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, এটা প্রতিহিংসা। রাজনৈতিকভাবে আমাদের মোকাবিলা করতে না পেরে বিজেপি পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছে। রাতে পরিবারের লোকজন বাড়িতে থাকলে খুব বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।
তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দুসুন্দর নস্কর বলেন, বাড়িতে অসাবধানতার কারণে হয়ত আগুন লেগে রান্নাঘর ও বাইক পুড়ে গিয়েছে। কিংবা ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়ে বিজেপির নামে অযথা দোষ চাপানো হচ্ছে। বিজেপি এর সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়।