রাজ্যের সব থানার সিসি ক্যামেরা নিয়ে ডিজিকে নির্দেশ হাইকোর্টের
বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টে একাধিক মামলায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও তা আদালতে পেশ করা নিয়ে থানাগুলির একাধিক খামতি ধরা পড়েছে। বিশেষত পুলিসি নিষ্ক্রিয়তার একাধিক মামলায় আদালত থানাগুলিকে সিসি ক্যামেরা ফুটেজ দেখাতে বললেও নানা অজুহাত দেখিছে পুলিস। এবার এই খামতি সংশোধনে রাজ্য পুলিসের ডিজিকে কড়া নির্দেশ দিল হাইকোর্ট।
বারুইপুর সংশোধনাগারে চার বিচারাধীন বন্দিমৃত্যুর মামলায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের নির্দেশ, একটি নির্দিষ্ট সময় অন্তর রাজ্যের সমস্ত থানার সিসি ক্যামেরা সংক্রান্ত রিপোর্ট তলব করতে হবে ডিজিকে। সেই রিপোর্টে প্রতি থানার সিসি ক্যামেরার পরিস্থিতি অর্থাৎ সেগুলি ঠিকঠাক কাজ করছে কি না তা যাচাই করতে হবে। রেকর্ডিং এবং স্টোরেজ ডিভাইসগুলি ঠিকমতো কাজ করছে কি না, খতিয়ে দেখতে হবে তাও। তাতে কোনও গাফিলতি দেখা গেলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানার আধিকারিকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় পদক্ষেপ করতে হবে ডিজিকে।
প্রসঙ্গত, বারুইপুর জেল হেফাজতে চার বিচারধীন বন্দির মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় মানবাধিকার সংস্থা এপিডিআর। ওই ঘটনায় ২০২৩ সালে সিআইডি তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। মামলাটিতে রাজ্যের তরফে দাবি করা হয় যে, অতিরিক্ত মাদকসেবনই ওই চার বন্দির মৃত্যুর কারণ। কিন্তু ময়নাতদন্ত রিপোর্টে ওই বন্দিদের দেহের একাধিক জায়গায় গুরুতর আঘাতের চিহ্নের উল্লেখ রয়েছে! রিপোর্টটি খতিয়ে দেখার পরই, বৃহস্পতিবার এডিজি সিআইডি’কে এই ঘটনার নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।