• ‘স্বাস্থ্যসাথী’র বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মামলাকারী একটি সংস্থার অভিযোগ ছিল, অনেকেই এই প্রকল্পের সুবিধা  থেকে বঞ্চিত। ভোটের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। প্রকল্পটি ‘অসাংবিধানিক’ বলেও দাবি মামলাকারীর। বেশিরভাগ বেসরকারি হাসপাতালে এই প্রকল্প কাজে লাগে না বলেও দাবি করেছেন মামলাকারী। বৃহস্পতিবার মামলাকারী সংগঠনের হয়ে সওয়াল করেন চিকিৎসক কুণাল সাহা। তাঁর বক্তব্য ছিল, নির্বাচনের লাভের অঙ্ক মাথায় রেখে রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছে। এতে পরিবার পিছু স্বাস্থ্যখাতে ৫ লক্ষ টাকা বিমার কথা বলা হয়েছিল। কিন্তু সেই সুবিধা বেশিরভাগ মানুষই পান না।  যদিও মামলাটি খারিজ করার পর প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, জনহিতে রাজ্য সরকার যে কোনও প্রকল্প চালু করতে পারে। স্বাস্থ্যসাথী প্রকল্পটি হল সরকারি সিদ্ধান্ত। সরকারের নির্দিষ্ট নীতি মেনে এই বিশেষ প্রকল্প চালু করা হয়েছে। তাই এক্ষেত্রে আদালতের তরফে হস্তক্ষেপ করা হবে না।
  • Link to this news (বর্তমান)