নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর ২৪ পরগনা জেলার দু’জন তৃণমূল নেতাকে নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ করা হয়েছে। সম্প্রতি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে অসংলগ্ন বক্তব্য রাখার অভিযোগ ওঠে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে। যার পরে তৃণমূলের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, নারায়ণের ওই বক্তব্যকে দল অনুমোদন করে না। নারায়ণকে শোকজ করে তৃণমূল পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটি। বৃহস্পতিবার শো-কজের উত্তর লিখিত আকারে নারায়ণ জমা দিয়েছেন বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে। শোভনদেববাবু জানিয়েছেন, নারায়ণের চিঠিটি পাঠানো হবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তারপর নেত্রীর নির্দেশমতো পদক্ষেপ করা হবে। অন্যদিকে, সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন উত্তর ২৪ পরগনার হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। তিনি আসন্ন বিধানসভার অধিবেশনে যোগ দেবেন। যেহেতু জ্যোতিপ্রিয় এখন আর মন্ত্রী নন তাই তাঁর বিধানসভার অধিবেশন কক্ষে বসবার স্থান পরিবর্তন করা হয়েছে। দু’টি স্ট্যান্ডিং কমিটির সদস্য করা হয়েছে জ্যোতিপ্রিয়কে।