• ২৪টি জরুরি ওষুধ-ইনজেকশন সরবরাহকারী আরও এক সংস্থাকে উৎপাদন বন্ধ করার নির্দেশ
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা‌: পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেট (আরএল) স্যালাইন বিতর্কের জেরে বৃহস্পতিবার রাজ্যের সরকারি হাসপাতালগুলি পেতে শুরু করল নয়া সংস্থার আরএল স্যালাইন। সরবরাহে ঘাটতি যাতে না-হয়, সেজন্য আর‌ও একটি সংস্থাকে এই স্যালাইন সরবরাহের দায়িত্ব দেওয়া হল। এদিকে যখন একটি সমস্যা মিটেছে, জুটে গেল আর একটি নতুন সমস্যা। এতদিন ধরে সরকারি হাসপাতালগুলিতে সরবরাহ হওয়া মেট্রোনিডাজল, ডেক্সট্রোজ, সোডিয়াম ক্লোরাইড ইনফিউশন, অ্যামক্সিসিলিন, হাইপোফ্লক্সাসিন সহ ১৭ ধরনের জরুরি ওষুধ এবং ইনজেকশনের নির্বিঘ্ন সরবরাহ নিয়ে তৈরি হল বড়সড় সমস্যা। সরবরাহকারী সংস্থার উৎপাদন বন্ধ করতে নির্দেশ দিল কেন্দ্র ও রাজ্যের ড্রাগ কন্ট্রোলের যৌথ পরিদর্শক দল। ২১ এবং ২৩ জানুয়ারি ওই সংস্থার বারুইপুরের কারখানায় পরিদর্শন করে বড়সড় খামতি পেয়েছে এই যৌথ পরিদর্শক দল। তারপরই তারা সংস্থার যাবতীয় ‌ওষুধ উৎপাদন বন্ধ রাখতে বলেছে। শো-কজ‌ও করা হয়েছে তাদের। সংশ্লিষ্ট লাইসেন্স বাতিল করা হবে না কেন, তা জানাতে বলা হয়েছে তাদের। শুধুমাত্র এই ১৭টি ওষুধ এবং স্যালাইনই রাজ্য দপ্তর এই সংস্থা থেকে নেয় না, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নিয়ে বিতর্ক সৃষ্টির পর তাদের থেকে অন্তত সাতটি ওষুধ, ইনজেকশন এবং স্যালাইন অস্থায়ীভাবে সরবরাহের দায়িত্ব সংস্থাটিকে দেওয়া হয়েছিল। সেই কারণে সরকারি হাসপাতালের ২৪টি জরুরি প্রোডাক্টের সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ল। এই বিষয়ে সেন্ট্রাল মেডিক্যাল স্টোর্সের এক পদস্থ কর্তা বলেন, কীভাবে সমস্যার মোকাবিলা হবে, আশা করছি, দপ্তর তা শীঘ্রই স্থির করবে।
  • Link to this news (বর্তমান)