নিজস্ব প্রতিনিধি, বারাসত: বোমা তৈরির বারুদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল আমডাঙা থানার পুলিস। ধৃতের নাম সেখ সাজ্জাদ আলি (৪৫)। তাঁর বাড়ি আমডাঙার সোনাডাঙাতে। জানা গিয়েছে, ১৭ জানুয়ারি আমডাঙা গ্রাম পঞ্চায়েতের খেলিয়া গ্রামে একটি পিস্তল, ৫১টি তাজা বোমা উদ্ধার করে পুলিস। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা আবু তাহের ও এক নাবালককে। এর পনের দিনের মধ্যেই গোপন সূত্রে খবর পেয়ে বোমা তৈরির বারুদ উদ্ধার করল পুলিস। বৃহস্পতিবার গোপন সূত্রে পুলিসের কাছে খবর আসে, সোনাডাঙাতে একটি জুতোর দোকান মজুত রয়েছে বারুদ। সেই দোকানের মালিক সেখ সাজ্জাদ আলি। আচমকা বৃহস্পতিবার দুপুরে দোকানে হানা দেয় আমডাঙা থানার বিশাল পুলিস বাহিনী। সাজ্জাদকে জেরা করে একটি বস্তা থেকে প্রায় ৪০ কেজির মতো বারুদ উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, এই বারুদের উৎস জানা হবে। পাশাপাশি এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তারও খোঁজ করবে পুলিস।