নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটিতে শিক্ষিকার মারে অসুস্থ হয়ে পড়ল তৃতীয় শ্রেণির ছাত্র। ক্লাসে দুষ্টুমি করার শাস্তি হিসেবে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করার অভিযোগ উঠল। আর সেই আঘাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই খুদে পড়ুয়া। নৈহাটির গরুরফাঁড়ি মালঞ্চ রোডের উত্তর গরিফা পল্লিমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা এটি। আহত ছাত্র সাগ্নিক সোম বর্তমানে চিকিৎসাধীন। ছাত্রের মা সঞ্চারী সোম জানান, ছেলে সহপাঠীর কাছে পেন চেয়েছিল। তাই তাকে মাথায় মারেন শিক্ষিকা।