সংবাদদাতা, বজবজ: বৃহস্পতিবার সকালে মহেশতলা থানার ২৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম জগতলার একটি নির্মীয়মাণ আবাসনের দোতলা থেকে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিস ওই যুবককে সেখান থেকে তুলে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম দেব দাস (২২)। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র এবং বেশ কয়েকটি লাঠি উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিসের ধারণা, যুবককে লাঠি দিয়ে নৃশংসভাবে পেটানোর পর অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তাতেই তাঁর মৃত্যু হয়েছে। তদন্তে পুলিস জানতে পেরেছে, চোর সন্দেহে ওই যুবককে ধরা হয়েছিল। বুধবার রাতে ওই আবাসনের দোতলায় নিয়ে এসে যুবকের উপর চলে অমানবিক অত্যাচার। তাকে বেঁধে রেখে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। রাত দুটো থেকে তিনটে পর্যন্ত এই অত্যাচার চলেছে বলে স্থানীয় বাসিন্দারাই পুলিসকে জানিয়েছেন। এরপর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে তাঁকে। পুলিস জানিয়েছে, এর আগেও বেশ কয়েকবার চুরির অভিযোগে ধরা পড়েছিলেন দেব। এদিকে, ওই যুবককে খুনের ঘটনায় জড়িতদের এখনও খোঁজ চলছে। ওই ঘটনার পিছনে আবাসনের মিস্ত্রিরা জড়িত বলে সন্দেহ পুলিসের। যদিও পুলিস এদিন সেখানে গিয়ে কোনও মিস্ত্রিকেও পায়নি। পুলিস এ ব্যাপারে ওই নির্মীয়মাণ আবাসনের প্রোমোটারদের কাছে সাহায্য চেয়েছে। এদিন যুবকের দেহটি প্রথম দেখে পুলিসকে খবর দিয়েছিলেন আবাসনের এক প্রোমোটারই।