নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: একাধিক ইস্যু নিয়ে স্কুলের গেটের বাইরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, স্কুলের পরিকাঠামো বেহাল, শিক্ষকরা ঠিক মতো আসেন না। বহুবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসার আবেদন করা হলেও তারা রাজি হয়নি। এত কিছুর পরও নতুন করে ফি বৃদ্ধির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এটা কিছুতেই মেনে নেওয়া হবে না।
বিক্ষোভের জেরে বৃহস্পতিবার উত্তাল হয় ওই বেসরকারি স্কুলের সোনারপুর ক্যাম্পাস। অভিভাবকরা বলেন, প্রতি মাসে চার হাজার টাকা করে ফি নেওয়া হয়। সেই টাকা আরও বৃদ্ধির সার্কুলার দেওয়া হয়েছে ২০ জানুয়ারি। স্কুলের পরিকাঠামোর কোনও উন্নতি না করে কেন ফি বৃদ্ধি করা হবে, প্রশ্ন তাঁদের।
সোনারপুর থানা থেকে কিছুটা দূরেই এই বিক্ষোভ কর্মসূচি চলছিল। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে যায়। তাদের সঙ্গে অভিভাবকদের দীর্ঘক্ষণ আলোচনা চলে। জানা গিয়েছে, ১ ফেব্রুয়ারি স্কুলে অভিভাবকদের নিয়ে মিটিং করবে কর্তৃপক্ষ।