• সিম জালিয়াতি চক্রের কিনারা, গ্রেপ্তার ৯ জন  
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কলকাতা ও বিধাননগরে সিমকার্ড জালিয়াতি চক্রের কিনারা করল পুলিস। ঘটনার তদন্ত করতে গিয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানা ওই চক্রের মোট ন’জনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতরা জেরায় অপরাধের কথা স্বীকার করেছে। চক্রটি জালিয়াতি করলেও গ্রাহকদের আসল নথি দিয়েই সিমকার্ডগুলি অ্যাক্টিভেট করত। তারপর সেগুলি অপরাধের কাজে ব্যবহার করত। তাদের জেরা করে বেআইনি কাজে ব্যবহৃত সিমকার্ডগুলি উদ্ধারের চেষ্টা করছে। সেইসঙ্গে এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


    পুলিস জানিয়েছে, বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়। কিছুদিন পর তদন্তকারী অফিসাররা জানতে পারেন, কোনও পৃথক ব্যক্তি নয়। সিমকার্ডের একটি জালিয়াতি চক্র চলছে। তারপর একে একে মোট ন’জনকে গ্রেপ্তার করা হয়। বিধাননগরের এক পদস্থ আধিকারিক বলেন, অভিযুক্তরা বিভিন্ন পকেট এলাকার গ্রাহকদের টার্গেট করত। যাঁরা নতুন সিমকার্ড নিতে আসতেন, তাঁদের নথি দিয়ে প্রসেসিং করত। পরে, বলত টেকনিক্যাল কারণে প্রসেসিং হচ্ছে না। তাই সিমকার্ড দেওয়া যাবে না। গ্রাহক চলে যেতেন। কিন্তু, তাঁর নথি দিয়ে প্রসেসিং করে সিমকার্ড তুলে নিত তারা। এভাবেই তারা অসংখ্য সিমকার্ড অ্যাক্টিভেট করেছে।


    সাইবার ক্রাইম থেকে বিভিন্ন অপরাধমূলক কাজের জন্য এই ধরনের সিমকার্ড ব্যবহার হয়। কিন্তু, কোনও অপরাধ হলে সিমকার্ড কার নামে তোলা হয়েচিল, তার খোঁজ করে পুলিস। এক্ষেত্রে যে গ্রাহকের নথি ব্যবহার করা হয়, তাঁর নাম ও ঠিকানাই উঠে আসবে। তাই সঠিক জায়গা থেকেই সিমকার্ড কেনার পরামর্শ দিচ্ছে পুলিস।
  • Link to this news (বর্তমান)