• নিখোঁজ যুবকের দেহ উদ্ধার বাড়ির পাশের ঝিল থেকে, চাঞ্চল্য উত্তরপাড়ায়...
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৫
  • মিল্টন সেন, হুগলি:‌ সোমবার রাত থেকে নিখোঁজ হকারের মৃতদেহ উদ্ধার হল বাড়ির পাশের ঝিল থেকে। পরিবারের দাবি, সোমবার রাতে ফোন করলে যুবককে বলতে শোনা যায় ‘‌আমাকে মেরো না।’‌ এক বন্ধুর সঙ্গে মদ খাওয়া নিয়ে মাঝে মধ্যেই ঝামেলা হত বলে পরিবারের দাবি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যু কীভাবে হল তা জানা যাবে।

    জানা গেছে, উত্তরপাড়া মাখলা ২১ নম্বর ওয়ার্ডের ঝিল থেকে উদ্ধার হয় নিখোঁজ সোহন সিং (২৪) এর দেহ। পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাত থেকে সোহন সিং নিখোঁজ ছিল। রেলে হকারি করত সে। যুবকের পরিবার উত্তরপাড়া থানায় নিখোঁজ ডায়রি করেছিল। বৃহস্পতিবার বিকেলে বাড়ির সামনের একটি ঝিল থেকে উদ্ধার হয় তাঁর দেহ। যুবকের দিদি কমলিকা দাসের অভিযোগ ভাইয়ের সঙ্গে এক যুবকের বন্ধুত্ব ছিল। প্রায় প্রতিদিনই মদ খাওয়া নিয়ে অশান্তি হত দু’‌জনের। 

    মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা উত্তরপাড়া পুরসভার উপ পুরপ্রধান খোকন মণ্ডল। তিনি জানান, পুলিশ তদন্ত করছে। পুলিশের প্রাথমিক অনুমান জলে ডুবে মৃত্যু হয়েছে যুবকের। তবুও মৃতদেহ ময়নাতদন্তে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হবে এবং ভিডিওগ্রাফি করা হবে।
  • Link to this news (আজকাল)